বুধবার, ১৬ আগস্ট, ২০১৭, ০৮:০৬:১৬

বলিউডের ছবিতে নিরব; মুক্তি পাচ্ছে তার প্রথম ছবি

বলিউডের ছবিতে নিরব; মুক্তি পাচ্ছে তার প্রথম ছবি

বিনোদন ডেস্ক:  নিরবের বলিউড অভিষেক, সে পুরনো কথা। এখন ছবি মুক্তির অপেক্ষা। সে তারিখও চূড়ান্ত হয়ে গেল।

আগামী ১১ অক্টোবর ভারতে মুক্তি পেতে যাচ্ছে নিরব অভিনীত প্রথম বলিউডের ছবি শ্যায়তান (শয়তান)। আকস্মিক ভাবে শুধু ঘোষণাই হয় একেবারে শুটিং স্পটে উপস্থিত হয়ে চমকে দেন নিরব।

ভারতের বিভিন্ন লোকেশনে গত বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হয়। ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন কন্নড় ও বলিউড অভিনেত্রী কাভিতা রাধ্যেশাম ও পাকিস্তানের মীরা। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে জানা যায় বাংলাদেশি অভিনেতা নিরব বলিউডে 'শ্যায়তান' (বাংলায় শয়তান) ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। মুম্বাই থেকে ছবির পরিচালক ফয়সাল সাইফও বিষয়টি নিশ্চিত করেছিলেন।

মুক্তিপূর্ববর্তী প্রস্তুতি হিসেবে ছবির ট্রেলার ও অডিও গানগুলো সোশাল মিডিয়ায় মুক্তি পায়। শ্যায়তান ছবি নিয়ে আশাবাদী নিরব বলেন, 'ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী।

এখানে আমার মনোযোগের যে বিষয়টা সেটার সর্বোচ্চ প্রয়োগ করেছি, পরিচালকের ডিমান্ড পূরণ করার জন্য অভিনয়ের সর্বোচ্চটা দিয়েছি। বাকিটুকু দর্শকদের ওপর নির্ভর করবে। '

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে