বিনোদন ডেস্ক : লগান, থ্রি ইডেয়টস, রং দে বসন্তি, পিকে থেকে দঙ্গল। আমির খানের সুপারহিট ছবির তালিকাটা দীর্ঘ। ছবি কম করেন। কিন্তু, আমিরের ছবি মানেই বক্স অফিস হিট। রহস্যটা কী?
নিজেই খোলসা করলেন আমির খান। তিনি বলেন, যে বিষয়টার উপর অন্তর থেকে বিশ্বাস করেন তার উপরেই তিনি ছবি বানান।
একটি বিবৃতিতে আমির জানিয়েছেন, যে বিষয়ে বিশ্বাস করেন তা নিয়েই ছবি বানান। তিনি ভাগ্যবান প্রতিভাবান স্ক্রিপ্ট রাইটার, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা তার সঙ্গে কাজ করেন। সবাই কাজটা সহজ করে দেন। সেকারণে কোনও কোনও সময় ভালো ছবি তৈরি হয়।
আগামী অক্টোবর মাসের ১৮ তারিখ মুক্তি পাচ্ছে আমিরের সিক্রেট সুপারস্টার। যেখানে আমিরের সঙ্গে অভিনয় করেছেন দঙ্গল খ্যাত অভিনেত্রী জা়ইরা ওয়াসিম।
এমটিনিউজ/এসএস