বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনয়ে যিনি প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবাই জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য এখন মোবাইলের পাশাপাশি বাংলাদেশে ফেসবুক বেশ জনপ্রিয়। বিশেষ করে সেলিব্রেটিদের ক্ষেত্রে। কারণ তাদের ভক্ত এতটাই বেশি থাকে যে তাদের সরাসরি মানুষের সামনে আসতে একটু ঝামেলা হয় বৈকি। আর তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বেশ সক্রিয় থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও যেন তারা ভালো নেই। কিছু মানুষের কারণে সেখানেও তাদের হেনস্তার শিকার হতে হয়। যেমনটা হলো এই সময়ের ক্রেজ মেহজাবিনের ক্ষেত্রে। অবশ্য তিনি আইডি ফেরত পেয়েছেন। আর এ বিষয়ে তিনি ফেসবুকে জানান।
প্রিয় বন্ধু ও ভক্তরা, আমার ব্যক্তিগত ফেসবুক আইডিটি এখন ফিরে পেয়েছি। যিনি আমার ফেসবুক হ্যাক করেছেন বর্তমানে তিনি এখন জেলে। এ বিষয়ে আমাকে সাহায্য করার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানাই।
তারা সাইবার অপরাধ দমনে বেশ সচেষ্টভাবে কাজ করে যাচ্ছেন। একটি বিষয় আমি জানাতে চাই, এরপর কেউ যদি আবার আমার ফেসবুক হ্যাক করার চেষ্টা করেন তাহলে তাকেও জেলে যেতে হবে। এ বিষয়টি আমার কাছে আরো সহজ করে দেওয়ায় ভার্চুয়াল ডিজিটাল এজেন্সি দিনরাত পরিশ্রম করেছেন। তাই আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে হ্যাকার আমার সব বন্ধুদের ফেসবুক থেকে ডিলেট করে দিয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা ফেসবুকে আমাকে একটু নক দিবেন অথবা নতুন করে বন্ধু অনুরোধটি পাঠাবেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস