বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০২:২৪:১১

নবাবি স্টাইলেই জন্মদিন, খান পরিবারের সঙ্গেই সেলিব্রেট

নবাবি স্টাইলেই জন্মদিন, খান পরিবারের সঙ্গেই সেলিব্রেট

বিনোদন ডেস্ক: বিদেশ ভ্রমণ সেরে মুম্বইতে ফিরেই এবার পতৌদির নবাবের জন্মদিন পালন করলেন কারিনা কাপুর খান। আর সাইফের সেই জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন মাত্র কয়েকজন। কাপুর আর খানদের নিয়েই সাইফের জন্মদিন পালন করলেন বেবো বেগম। সাইফের সেই জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন করিশ্মা কাপুর, সাইফের বোন সোহা আলি খান এবং সাইফের দুই সন্তান, সারা এবং ইব্রাহিম।

সাইফের জন্মদিনের ওই পার্টিতে সারা, ইব্রাহিমের সঙ্গে বেশ হাসিখুশি মুডেই পোজ দিলেন কারিনা কাপুর খান। তবে এই প্রথম নয়, এর আগেও সাইফের আগের পক্ষের সন্তান ইব্রাহিমকে সঙ্গে নিয়ে ‘হলিডে’ কাটাতেও দেখা গিয়েছে কারিনাকে।

পাশাপাশি বি টাউনে ডেবিউয়ের জন্য কারিনা নাকি সারার মেন্টর হিসেবে কাজ করছেন। যদিও, করিনা স্পষ্ট জানিয়েছেন, সারা ভাল অভিনেত্রী হবেন, এটা তাঁর বিশ্বাস। তবে তিনি নিজের জীবনে এতটাই ব্যস্ত যে সব সময় সারার দিকে সব সময় নজর দিতে পারবেন না।

তবে সাইফের জন্মদিনের পার্টিতে করিশ্মার সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড সন্দীপ তোশনিওয়ালকেও দেখা যায়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে