বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০৬:৫৪:৩৭

বাহুবলীর নায়ক প্রভাসের পরের ছবি 'সাহো'! জানেন, এই ছবিতে তার পারিশ্রমিক কত ?

বাহুবলীর নায়ক প্রভাসের পরের ছবি 'সাহো'! জানেন, এই ছবিতে তার পারিশ্রমিক কত ?

বিনোদন ডেস্ক: তিনি নায়ক ছিলেন, তারকা ছিলেন। কিন্তু সুপারস্টার? 'বাহুবলী ২: দ্য কনক্লুশন'-এর পর সম্ভবত সেই তকমাও পেয়েছেন প্রভাস।

তাঁর পরের ছবি 'সাহো'। এই ছবিতে নতুন লুকে দেখা যাবে প্রভাসকে। তা নিয়ে ইতিমধ্যেই দর্শকরা প্রবল উত্সাহী। কিন্তু এই ছবিতে প্রভাসের পারিশ্রমিক কত জানেন?

ডি এন এ এবং মিড ডে-র খবর অনুযায়ী, 'সাহো'-তে অভিনয় করার জন্য প্রভাস পাবেন ৩০ কোটি টাকা। যদিও 'বাহুবলী ২'-এর জন্য নাকি ৮০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন প্রভাস! হঠাৎ করে পরের ছবিতে এত কম টাকা কেন নিচ্ছেন তিনি?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, 'বাহুবলী ২'-এর বাজেট অনুযায়ী পারিশ্রমিক পেয়েছিলেন কলাকুশলীরা। কিন্তু 'সাহো'র বাজেট 'বাহুবলী ২'-এর থেকে অনেক কম। সে কারণেই প্রভাস নাকি এই ছবিতে ৩০ কোটি টারা পারিশ্রমিক নেবেন।

'বাহুবলী' সিরিজের আগে প্রভাসের পারিশ্রমিক ছিল পাঁচ কোটি টাকার মতো। শোনা গিয়েছিল, 'বাহুবলী'-র জন্য ২৫ কোটি টাকার কাছাকাছি নিয়েছিলেন প্রভাস। 'বাহুবলী ২'-এ তা বাড়িয়ে হয় ৮০ কোটি টাকা। প্রথমে পারিশ্রমিকের বিষয়ে নির্দিষ্ট করে কিছুই নাকি জানান নি তারকা।

পরে বিরাট বাণিজ্যিক সাফল্যের পর তিনি লভ্যাংশের একটা বড় অংশ পেয়েছিলেন বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে প্রভাসই সবচেয়ে বেশি পারিশ্রমিক পান। 'বাহুবলী ২'এর পর পারিশ্রমিকের অঙ্কে দেশের এক নম্বর অভিনেতা হন তিনিই।

বি-টাউন সূত্রে খবর, এই মুহূর্তে ছবি পিছু শাহরুখ, আমির, সালমান ৪০-৪৫ কোটি টাকা চার্জ করেন। অক্ষয় কুমারের পারিশ্রমিক ৩৫-৪০ কোটির কাছাকাছি। অভিনেত্রীদের বেশির ভাগেরই পারিশ্রমিক ৬-১২ কোটির মধ্যে।

কঙ্গনা রানাওয়াত, করিনা কপূর, ঐশ্বর্যা রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা রয়েছে প্রথম তালিকায়। বহু জল্পনার পর 'সাহো' ছবিতে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শ্রদ্ধা কপূর। নিজেই টুইট করে সে খবর জানিয়েছেন নায়িকা। --আনন্দ বাজার

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে