বিনোদন ডেস্ক: অভিনেতা বাপ্পী আশরাফ। অভিনয় করে এর মধ্যেই পেয়েছেন দর্শক জনপ্রিয়তা। তার অভিনয় দেখে কেউ হয়তো হেসেছেন আবার কেউ হয়তো কেঁদেছেন। এই অভিনয় বিষয়টি কিন্তু একটি তাজ্জব বিষয়। যে চরিত্রটি ফুটিয়ে তুলতে অভিনেতা ক্যামেরার সামনে দাঁড়ান সেই অভিনেতার কিন্তু বাস্তব জীবনে মাঝে মাঝে ভিন্নতা খুঁজে পাওয়া যায়। ধরুন অভিনেতাটি বাস্তব জীবনে খুব কষ্টে আছেন কিন্তু ক্যামেরার সামনে ঠিকই হেসে যাচ্ছেন অনবরত। আর এমনটাই হয়ে থাকেন একজন অভিনয় শিল্পীর জীবনে। কিন্তু খুব সময় মানুষের সামনে ধরা পরে তার বাস্তব জীবনের গল্প।
তবে হ্যাঁ, এবার ধরা পড়ল এক অভিনেতা বাবার গল্প। বর্তমান সময়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেতা বাপ্পী আশরাফ তার বাস্তব জীবনের অভিজ্ঞতা কিছুটা হলেও প্রকাশ করেছেন। তিনি অভিনয়ের বাইরে এক পুত্র সন্তানের বাবা। কিন্তু তার ফেসবুকের টাইম লাইনে ঘুরে ফিরে দেখা যাচ্ছে তিনিসহ তার পুত্রের ছবি বার বার শেয়ার দিচ্ছেন। ছবির সঙ্গে পোস্ট করেছেন বেশ কিছু জামা কাপড়, চকলেট, হরলিকস এর ছবিও। এবং সেখানে তিনি আর্তনাদ করে বলছেন, ‘গত ঈদে কিনেছিলাম আমার পুত্র দুপুরকে দেওয়ার জন্য। কিন্তু তার মা আর পরিবার দিতে দেয়নি। গত আট মাস আমার ছেলেকে দেখতে দেয় না বা কথা বলতে দেওয়া না। মানবাধিকার সংস্থার কেউ আছেন আমার ফ্রেডলিস্টে? আবার তিনি আরেকটি পোস্টে লিখেন, আমার ফ্রেন্ডলিস্টে কোন সাংবাদিক বা শিশু বিষয়ক সংগঠনের কোন সদস্য আছেন?
তার এই স্ট্যাটাসটি দৃষ্টিগচর হয় এবং এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস