বিব্রত ববিতা
বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক নিয়ে দারুণ বিপাকে রয়েছেন। তার নামে কয়েকটি ভুয়া আইডি খোলা হয়েছে।
এসব আইডি থেকে রাজনৈতিকসহ নানা ধরনের বিতর্কিত মন্তব্য ও অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে। এ নিয়ে ববিতাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এসব আইডির মধ্যে দুটি খুবই সক্রিয়। এর অনুসারীর সংখ্যাও অনেক বেশি। মিডিয়ার অধিকাংশই আইডি দুটির ফ্রেন্ড লিস্টে রয়েছেন।
এ প্রসঙ্গে ববিতা বলেন, 'আমার কোনো ফেসবুক আইডি নেই। তাছাড়া এর প্রতি আমার কোনো আসক্তিও নেই। কিন্তু তারপরও কিছু প্রতারকের কারণে এ নিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে।
তিনি বলেন, ‘বিভিন্নজনের কাছে শুনেছি, তারা রাজনৈতিকসহ বিতর্কিত পোস্ট ও অশ্লীল ছবি প্রকাশ করছে।'
তিনি আরো বলেন, 'ফেসবুকের এ বিষয়টি নিয়ে অনেকেই আমাকে নানা ধরনের প্রশ্ন করছেন। এসব প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কে বা কারা আমার নামে এ আইডিগুলো খুলছে, সে ব্যাপারেও অবগত নই। আমার নাম ব্যবহার করে এ ধরনের কাজ করা অন্যায় ও গুরুতর অপরাধও বটে। এই কাজটি যারা করছেন, আমি তাদের উদ্দেশে বলছি, দয়া করে আপনারা ভুয়া আইডিগুলো বন্ধ করুন। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদেরও এ আইডিগুলো অনুসরণ না করার জন্য আহ্বান জানাচ্ছি। তাছাড়া এ বিষয়ে আমি সবার সহযোগিতা কামনা করছি।'
ববিতা বলেন, 'আমি মনে করি প্রত্যেক মানুষের ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে। প্রত্যেকের নিজস্ব একটা ভুবন আছে। আমি এই ব্যক্তিগত বিষয়টি আমার মনের ভেতর লালন করে চলছি। তাই নিজেকে ফেসবুকের মাধ্যমে সবার সমানে প্রকাশ করতে চাইছি না। এমন কী আগামীতেও আমার কোনো ধরনের ফ্যান পেজ কিংবা ফেসবুক আইডি খোলার ইচ্ছে নেই।'
বর্তমানে ববিতা অভিনয় থেকে অনেকটা দূরে রয়েছেন। ১৯৬৮ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় দুলাভাই প্রয়াত চিত্র পরিচালক জহির রায়হানের হাত ধরে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।
স্বাধীনতার পর দু-তিনটি ছবি মুক্তি পেতেই তিনি সত্যজিৎ রায়ের নজরে আসেন। তার অভিনীত প্রথম ছবি 'সংসার'। তিনি এ পর্যন্ত তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তাছাড়া বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন।-যাযাদি
২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�