বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ১১:০১:০২

সানি লিওনের গাড়ি ঘিরে জনবিস্ফোরণ! হতবাক পুরো ভারতবাসী!

সানি লিওনের গাড়ি ঘিরে জনবিস্ফোরণ! হতবাক পুরো ভারতবাসী!

বিনোদন ডেস্ক : কাতারে কাতারে মানুষ ঘিরে ধরেছে গাড়িটিকে। গাড়ির ভিতরেই যে রয়েছেন তিনি। ভক্তদের স্বপ্নের ‘লায়লা’। তিনি সানি লিওন। তাকে দেখতে ও সামান্য স্পর্শ করার ইচ্ছা বুকে নিয়ে জনতার ভিড়।

ভিড় তো বলিউড বা ক্রিকেটারদের নিত্যসঙ্গী। পথে-ঘাটে মবড হওয়া তাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু তা বলে এমন ভিড়! যেন সমুদ্রের ঢেউয়ের মতো দিগন্ত পর্যন্ত প্রসারিত।

টুইটারে সেই ছবি পোস্ট করে সানি লেখেন—‘কোচিতে মানুষের ভালবাসার সমুদ্রে আমার গাড়ি।’ কথাটা যে মোটেই বাড়িয়ে বলা নয়, তা ছবিটা থেকেই পরিষ্কার।

সানি লিওন যে বলিউডে ক্রমশ জাঁকিয়ে বসছেন, তা নতুন কথা নয়। দিনে দিনে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। শেষবার পর্দায় মুখ দেখিয়েছেন শাহরুখ খানের ‘রইস’ ছবিতে। সেখানে ‘লায়লা ম্যায় লায়লা’ গানের রিমেকে পর্দায় যেন আগুন ধরিয়ে দেন সানি।

শিগগিরি তাকে দেখা যাবে সঞ্জয় দত্তের আগামী ছবি ‘ভূমি’-তে। সেটাও আইটেম নম্বর। কিন্তু তাতে কী! ওইটুকুর জন্যই ভক্তদের প্রতীক্ষা শুরু হয়ে গিয়েছে।

বলিউডে তিনি আইটেম নম্বরই বেশি করছেন, কিন্তু ভক্তরা তাকে ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার কোটি ছাড়িয়েছে! বিজ্ঞাপনের জগতেও তার ব্র্যান্ড ভ্যালুও দিনে দিনে বেড়েই চলেছে।

সেই ক্রমবর্ধমান জনপ্রিয়তার আঁচ মিলল কোচিতে এক অনুষ্ঠানের উদ্বোধন করতে আসা সানির জনসমুদ্রে ভেসে যাওয়ার এই ছবি থেকে। নিঃসন্দেহে এই ছবি বহু তারকারই ঈর্ষার কারণ হতে চলেছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে