হুমায়ূন পুত্র নূহাশের গল্প ও চিত্রনাট্যে চলচ্চিত্র
বিনোদন ডেস্ক : এবার নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূনের গল্প ও চিত্রনাট্যে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢাকা পোকালাইপস’।
ফুয়াদ নাসেরের পরিচালনায় নির্মত এই চলচ্চিত্রটির ব্যাপ্তি চার মিনিট পঁচিশ সেকেন্ড। গত ২২ মে বনানীর ওল্ড ডিএইচএসে চলচ্চিত্রটির শুটিং হয়। গত পরশু বঙ্গবিডির ইউটিউব চ্যানেল চলচ্চিত্রটির ট্রেইলার রিলিজ দেয়া হয়েছে।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, জিয়াউল আহসান, আবরার, বায়েজিদ, নাঈম, দোয়েল প্রমুখ।
গল্পে দেখা যাবে, কোন নিউজ শুনলে ইয়াংরা যেভাবে রিঅ্যাক্ট করে প্রবীনরা কিন্তু অন্যভাবে রিঅ্যাক্ট করে। যেমন একটা ছেলে বলছেন ঢাকা ‘জম্বি’ অ্যাটক করছে। একজন বয়স্ক মহিলা শুনলেন ঢাকা ‘জঙ্গি’ অ্যাটাক করছে! বিষয়টা এরকম।’
উল্লেখ্য, এর আগে টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের 'গুড নিউজ নাম্বার-১২১১৩' শিরোনামের একটি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন নুহাশ।
২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�