মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১২:৪৩:২৮

নায়করাজের মৃত্যুতে যা বললেন চিত্রনায়ক ফেরদৌস

নায়করাজের মৃত্যুতে যা বললেন চিত্রনায়ক ফেরদৌস

বিনোদন ডেস্ক : নায়করাজ রাজ্জাকের মতো কিংবদন্তী শিল্পী আর বাংলাদেশ পাবে না বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ফেরদৌস। সোমবার নায়করাজের মৃত্যুর পর হাসপাতালে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন ফেরদৌস।

ফেরদৌস বলেন, ‘এই মাপের কিংবদন্তী আর্টিস্ট আমরা আর কখনও পাব না। চলচ্চিত্র জগতের এই অভিভাবককে হারিয়ে যে ক্ষতি হলো, তা কখনও পূরণ হবে না’।

উল্লেখ্য, সোমবার ৬টার পরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নায়ক রাজ্জাকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। চলচ্চিত্র জগতের অভিভাবকের মৃত্যুতে আগামী তিন দিন কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি।

প্রসঙ্গত, রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকার সময়ে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ের শুরু। দেশভাগের পরে ১৯৬৪ সালে সেইসময়ের পূর্বপাকিস্তানে চলে আসেন সপরিবারে। টেলিভিশনে ‘ঘরোয়া’ নামের একটি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

সিনেমায় অভিনয়ের আগে সহকারী পরিচালনা করেছিলেন আবদুল জব্বার খানের অধীনে।  দমফাঁটানো হাসির সিনেমা ফেকু ওস্তাগড় লেন সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন। এরপর কার বউ, ডাক বাবু, আখেরী স্টেশন-সহ আরও বেশ ক'টি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয়ও করে ফেলেন।

পরে বেহুলা চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন সদর্পে। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র। জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বিপ্লবী সিনেমা ‘জীবন থেকে নেয়া’ সিনেমায় ‘ফারুক’ চরিত্রটি অবিস্মরণীয় হয়ে থাকবে।
এমটিনিউজ/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে