মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৭:৫৬:৩৭

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে রাজ্জাকের দাফন বিকালে

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে রাজ্জাকের দাফন বিকালে

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা রাজ্জাককে সমাহিত করা হবে আজ মঙ্গলবার (২২ আগস্ট) বাদ আসর বনানী কবরস্থানে। এর আগে শ্রদ্ধা জানাতে তাকে বিএফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
সোমবার (২১ আগস্ট) রাত ১১টায় প্রয়াত নায়করাজের বাসভবন গুলশানের লক্ষ্মীকুঞ্জে সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ। এসময় সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রাজ্জাকের ছোট ছেলে সম্রাট ও চিত্রনায়ক আলমগীর।

সাংবাদিকদের বাপ্পারাজ বলেন, ‌‘পর্যাপ্ত নিরাপত্তা পেলে আমরা বাবাকে বিএফডিসিতে নেবো। এটা নেওয়া হতে পারে সকাল ১০টায়। এরপর ১২টার দিকে শহীদ মিনারে ও দুপুর আড়াইটায় গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। তার জানাজা অনুষ্ঠিত হবে বিএফডিসি ও আজাদ মসজিদে। বাদ আসর বাবাকে সমাহিত করা হবে।’

এদিকে নিরাপত্তা প্রসঙ্গে উপস্থিত তথ্যমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাজ্জাক সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার ব্যবস্থা করব। কোনও সমস্যা হবে না।’ এসময় রাজ্জাকের সব সিনেমার আর্কাইভ করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

নায়করাজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে