মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৫:১৮:৩৬

দেশে আসছেন মেজ ছেলে বাপ্পি, রাজ্জাকের দাফন আগামীকাল

দেশে আসছেন মেজ ছেলে বাপ্পি, রাজ্জাকের দাফন আগামীকাল

বিনোদন ডেস্ক : নায়করাজ রাজ্জাকের দাফনের সময় শেষ পর্যন্ত আগামীকাল বুধবার সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে। আর তার শেষ জানাজা আজ মঙ্গলবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন মরহুম রাজ্জাকের কনিষ্ঠ ছেলে সম্রাট।  

বিষয়টি আরও নিশ্চিত করেছেন রাজ্জাকের একমাত্র কন্যা ময়নার স্বামী পিন্টু ও বড় ছেলে বাপ্পারাজ। রাজ্জাক পরিবারের ঘনিষ্ঠ আল হাসান চৌধুরী মিঠু দুপুর পৌনে ৩টার দিকে জানান, রাজ্জাকের কানাডাপ্রবাসী মেজ ছেলে বাপ্পি ও তার পরিবারকে বহনকারী ফ্লাইট আগামীকাল সকাল সোয়া ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তিনি টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আছেন এখন।  

বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন উড়োজাহাজে ওঠার আগে। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন আজ মঙ্গলবার না, আগামীকাল বুধবারই রাজ্জাককে দাফন করা হবে। এর আগে জানানো হয়েছিল, মঙ্গলবার দুপুর ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে একই দিন বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।

কিন্তু পরবর্তীতে নায়ক আলমগীরের বরাতে বেশকিছু সংবাদমাধ্যম জানায়, মেজ ছেলে বাপ্পি যাতে পিতার মরদেহ দেখতে পারেন সে জন্য রাজ্জাকের দাফন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সে সূত্রে আজ মঙ্গলবারই তাকে দাফন না করে আগামীকাল বুধবার করা হবে।

কিন্তু নায়করাজের বড় ছেলে বাপ্পারাজ ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন তখন জানান, দাফন আজকেই (মঙ্গলবার) হবে। কারণ, বাপ্পি আগামীকাল সকালে পৌঁছাতে পারবেন না।  

এ পর্যায়ে আজ দুপুরে রাজ্জাকের মেঝ ছেলে বাপ্পির ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী আল হাসান চৌধুরী মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কানাডা থেকে দেশের পথে বাপ্পি সপরিবারে রওনা দিয়েছেন। তারা এখন টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে আছেন। সবকিছু ঠিক থাকলে আশা করা যাচ্ছে, আগামীকাল বুধবার ভোরের আগে তারা ঢাকায় পৌঁছাবেন।

উল্লেখ্য, সোমবার ৬টার পরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নায়ক রাজ্জাকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। চলচ্চিত্র জগতের অভিভাবকের মৃত্যুতে আগামী তিন দিন কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে