কাল চেন্নাই যাচ্ছেন অসুস্থ দিতি
বিনোদন ডেস্ক : ভারতের চেন্নাইয়ে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা পারভীন সুলতানা দিতি। কিন্তু কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে আবারো অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকদিন ধরে শারীরিক সমস্যা দেখা দেয় দিতির। সমস্যা কিছুটা গুরুতর হওয়ায় দিতিকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার থেকে এখানে তার চিকিৎসা চলছে।
দিতির এক আত্মীয় জানান, ‘তার মস্তিষ্কে পানি জমেছে। ওষুধের মাধ্যমেই তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকরা। এ অবস্থায় তাকে আবারো ভারতে নেওয়ার পরিকল্পনা করা হয়’।
ব্রেন টিউমারে আক্রান্ত এ অভিনেত্রী এরইমধ্যে চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যাণ্ড ট্রামোটলজি) চিকিৎসা করিয়ে এলেও তার শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি না হওয়ায় সেখানকার ড. পল টি হেংগ্রির সঙ্গে পরামর্শ করে পরিবারের সদস্যরা আবার আগামীকাল মঙ্গলবার দুপুরের ফ্লাইটে তাকে নিয়ে চেন্নাই যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে ঢাকায় অসুস্থ হয়ে পড়েন দিতি। এরপর ২৫ জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২৬শে জুলাই দিতির ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর গত ২৯শে জুলাই দুপুরে চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যাণ্ড ট্রামোটলজি) ড. পল টি হেংগ্রির তত্ত্বাবধানে অস্ত্রপাচারের মাধ্যমে তার ব্রেন টিউমার অপসারণ করা হলেও তিনি সুস্থ হননি।
২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�