মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১১:১৫:০৮

নায়করাজের যে পরামর্শ সবসময় মেনে চলার চেষ্টা করেন আরিফিন শুভ

নায়করাজের যে পরামর্শ সবসময় মেনে চলার চেষ্টা করেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক : ঢালিউডের মহাতারকা রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করলেন এ সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। নায়করাজের দেওয়া একটি পরামর্শ এখনো ভুলেননি ‘ছুঁয়ে দিলে মন’ তারকা, সবসময় মেনে চলার চেষ্টা করেন।

মঙ্গলবার দুপুরে শুভ  বলেন, ‘রাজ্জাক স্যারের সাথে অল্প কয়েকবার দেখা হয়েছিল। এ অল্প সময়ের স্মৃতি আমার জন্য মহামূল্যবান।’

তিনি বলেন, “কয়েক বছর আগে চ্যানেল আইয়ের একটা শো’তে উনার সাথে আমার অনেকক্ষণ আলাপের সুযোগ হয়েছিল। শো’র আগের দিন থাকায় আমরা সবাই রিহার্সাল করছিলাম। স্যারের একটা পারফর্মেন্স ছিল কবরী ম্যাডামের সাথে। যাই হোক, স্যার মাঠের মধ্যে একটা চেয়ারে বসেছিলেন, আমি ঘাসের উপর তার পাশে বসা। তিনি এমন আন্তরিকতার সাথে কথা বলছিলেন, শুনে মনেই হয়নি তার সাথে আমার পরিচয়টি তখনো অত গভীর নয়। এর আগে তার সাথে মাত্র একবার দেখা হয়েছিল।”

কী কী কথা হয়েছিল? ‘কী কথা হয়েছিল অতটা স্পষ্ট মনে নেই। তবে তার চলচ্চিত্র জীবনের অভিজ্ঞতা, অভিনয়ের নানান দিক নিয়ে কথা হয়েছিল। মনে আছে স্যার এক গ্লাস পানি চেয়েছিলেন, আমি এনে দিয়েছিলাম।’— বললেন শুভ।

নায়করাজের সাথে প্রথম পরিচয় হয়েছিল এফডিসিতে। শুভ বলেন, ‘আমার একটি গাড়ি আছে অনেক পুরানো মডেলের, ১৯৬৯ সালের। স্যার আমাকে দেখেই বললেন, তুমি এ গাড়ি কই পেলে? পরে জানা গেল স্যারেরও একই মডেলের গাড়ি ছিল।’

আবেগঘন কণ্ঠে শুভ নায়করাজের দেওয়া একটি পরামর্শের কথা বললেন, যেটি তিনি এখনো বেদ বাক্যের মত মেনে চলেন। ‘স্যার আমাকে বললেন— আর যাই করো অভিনয়টা মন দিয়ে করবে। কারণ বাকি সব তুমি ঠিকঠাক করে নিতে পারলেও ওটা ঠিক করা যায় না।’

শুভ জানালেন, ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে ছিলেন। দুপুরে ফিরেছেন।

সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ। বাদ আসর বনানী কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে