বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ১১:৩৪:২৮

মৃত্যুর আগে শেষ কথা হিসেবে যা বলে গেছেন নায়করাজ রাজ্জাক

মৃত্যুর আগে শেষ কথা হিসেবে যা বলে গেছেন নায়করাজ রাজ্জাক

বিনোদন ডেস্ক: মৃত্যুর আগে নায়করাজ রাজ্জাকের শেষ কথা আয় মা, কাছে এসে বোস, কতদিন পর তোকে দেখলাম’। মৃত্যুর আগে বাংলা চলচ্চিত্রের নাক রাজ শেষ কিছু কথা বলেছিলেন তার ভ্ক্ত তথা বাংলাদেশের সকল সিনেমাপ্রেমীদের উদ্দেশ্যে। কথা গুলোতে তিনি তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। জানিয়েছেন কৃতজ্ঞতা।  পাঠকদের জন্য নায়করাজের শেষ কথাগুলো হুবুহু দেওয়া হল।

আমার দীর্ঘ এ চলচ্চিত্র অভিনয় জীবনে অপ্রাপ্তি বলে কিছু নেই। সবকিছু যেন না চাইতেই পেয়েছি। বাংলাদেশের মানুষ আমাকে যে সম্মান দিয়েছে তা আমি কখনোই ভুলবো না।

সাধারণ মানুষ আমাকে ভালোবেসে গ্রহণ করেছে, আমার ছবি কষ্ট করে হলে গিয়ে দেখে, আমাকে নায়করাজ উপাধি দিয়েছে। এক জীবনে আর কি-বা চাইবার থাকে একজন মানুষের? আমার ইচ্ছে ছিলো, আমার সঙ্গে আমার সন্তানও অভিনয় করবে। আমার সে ইচ্ছাও পূরণ হয়েছে। ‘চাপা ডাঙার বউ’ ছবির মাধ্যমে আমার বড় ছেলে বাপ্পারাজকে চলচ্চিত্রে নিয়ে আসি আমি।

এর পর অসংখ্য জনপ্রিয় ছবি বাংলাদেশের সিনেমাপ্রিয় দর্শককদের উপহার দিয়েছে সে। তিন বছর আগে ‘আমি বাঁচতে চাই’ ছবির মাধ্যমে আমার ছোট ছেলে সম্রাটও চলচ্চিত্রে পদার্পণ করে। অনেকেই তাদেও অভিনয় দেশে মুগ্ধ হয়েছেন। বিভিন্ন জায়গায় গেলে মানুষ যখন বলে, ‘যোগ্য পিতার যোগ্য সন্তান’ তখন গর্বে আমার বুকটা ভওে যায়।

আমি সত্যি পৃথিবীতে একজন সুখী মানুষ। লক্ষীর মতো সহধর্মিনী, বাপ্পারাজ, বাপ্পী, সম্রাট ও ময়না মতো সন্তানের বাবা হতে পেরেছি। আমার জীবনে অপ্রাপ্তি বাক্যটা আসলে মানায় না। প্রাপ্তিতেই ভরপুর আমার ৬৯ বছরের জীবন।

মারা গেছেন নায়করাজ রাজ্জাক। খবরটি মুহূর্তের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে। তবে বেশিরভাগ মানুষই সন্দেহ প্রকাশ করেন এটি সত্যি নাকি মিথ্যে কোনো গুজব। বিশ্বাস করতে চাননি ঢাকাই ছবির দর্শকনন্দিনী নায়িকা শাবনূরও।

কল রিসিভ করে পরিচয় দিতেই বলে উঠলেন, খবরটা কী সত্যি? রাজ্জাক আংকেল নেই? জবাবে হ্যাঁ বলতেই যেন আৎকে উঠলেন। বলে চললেন, ‌‘চলচ্চিত্রে আমি অনিয়মিত হওয়ায় অনেকেই মন খারাপ করতেন। তাদের মধ্যে রাজ্জাক আংকেল ছিলেন অন্যতম। গেল বছরের আগেরবার তার জন্মদিনে দেখা হয়েছিলো। আমরা তার বাসায় গিয়েছিলাম। কতো দুষ্টামি করেছিলাম। আমাকে দেখেই হাত বাড়িয়ে বললেন, ‘আয় মা, কাছে এসে বোস। কতদিন পর তোকে দেখলাম।’

শাবনূর বলে যান, ‘খবরটি শুনে এখনো বিশ্বাস করতে পারছি না। আগে যেমন উনার মৃত্যুর খবর ছড়িয়ে তা গুজবে পরিণত হয়েছে এবারেও যদি এমনটা হতো, খুব ভালো হতো। রাজ্জাক আংকেল ছিলেন আমার বাবার মতো। শুধু আমার নয়, চলচ্চিত্রের প্রতিটি মানুষ তাকে বাবার মতো শ্রদ্ধা করতেন। তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারবো কী আমরা? এত স্মৃতি ভুলবো কেমন করে! কতো কথা মনে পড়ছে।’

স্মৃতিচারণ করে শাবনূর বলেন, ‘তার সঙ্গে কাজ করা মানেই দারুণ এক অভিজ্ঞতা। সময়ের প্রতি তিনি ছিলেন দারুণ শৃঙ্খলাবদ্ধ। তার কাছ থেকে প্রতিনিয়ত শিখেছি। আমি কিছুতেই মানতে পারছি না তিনি আর নেই।’

বেশ কয়েকদিন ধরে অসুস্থ শাবনূর। কোথাও যাচ্ছেন না। ঘরে বসেই কাটছে দিন। তারমধ্যে প্রিয়জন হারানোর এই শোকে তিনি কাতর। শাবনূর জানান, রাতেই নায়করাজের বাসায় যাবেন তিনি।

নায়করাজের ইন্তেকালে ফেসবুকে তারকাদের তাৎক্ষনিক শোক প্রকাশ, দেখে নিন প্রতিক্রিয়ায় কে কি লিখল

বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ নায়করাজ রাজ্জাক ইন্তেকাল করেছেন। ২১ আগস্ট সন্ধ্যা ৬টার পরপর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই শোক সংবাদে শোকার্ত অভিনয় অঙ্গনেরা শিল্পীরা। তারা তাদের তাৎক্ষনিক শোক প্রকাশ করছেন সামাজিক গণমাধ্যম ফেসবুকে। যেমন-

মোস্তফা সরয়ার ফারুকী তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন,

একটা যুগকে আপনি টেনে নিয়ে গেছেন। এখনো চোখে লেগে আছে ছোট বেলায় দেখা “ছুটির ঘন্টা”! বিদায়, রাজ্জাক সাহেব।

চিত্রনায়ক শাকিব

খান তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন,

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক স্যার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রিন্স মাহমুদ পোস্ট করেছেন,

হে নায়ক রাজ …

কে তুমি ? প্রজন্ম কি জানে ?

তোমার পরে কাউকে গুণতে হলে ১ এর পর সমস্তটাই খালি, কিচ্ছু দেখা যায় না
'২২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে