বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ০৫:১৫:০৪

কোথা থেকে এলো 'নায়করাজ' উপাধি?

কোথা থেকে এলো 'নায়করাজ' উপাধি?

স্পোর্টস ডেস্ক: অভিনেতা নায়করাজ হিসেবেই সুপরিচিত। কিন্তু কবে কোত্থেকে এই উপাধি দেওয়া হলো সেই কথা কালের কণ্ঠকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রাজ্জাক। ২০১৫ সালের ও সাক্ষাৎকারে রাজ্জাক নিজেই বলেন,  এক দল সাংবাদিক হঠাৎ করে দিয়েছে।

তার মধ্যে মেইন ছিল আহমেদ জামান চৌধুরী। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, চিত্রালীতে ছিল। বললাম, 'কী এটা?' বলল, 'এটা আপনার প্রাপ্য। ' 'আমি তো এখনো উপযুক্ত হইনি। ' বলল, 'না, এখন হয়েছেন। ' তখন আমার ১০০তম ছবি হয়েছে।

রাজ্জাক বলেছিলেন, 'প্রতিনিধি', আজিম সাহেবের ছবি। সাত দিনের ফাংশন হয়েছিল এফডিসিতে। অ্যাওয়ার্ড দিল। সেই দিন আর হবে না। মানুষ এত ভালোবাসত আমাকে। আমার বাড়িতে ওরা লাস্ট পার্টি দিল। অহংকার নেই আমার, বাট 'নায়করাজ' বলায় আমি গর্বিত। এখন সব জায়গায় এটা চালু হয়ে গেছে। আবদুর রাজ্জাক না লিখে 'নায়করাজ রাজ্জাক' লিখে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে