চকলেট পোশাকে অন্যরকম ফ্যাশন শো
বিনোদন ডেস্ক : চকলেট সবারই পছন্দ। চকলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। শিশু থেকে শুরু করে সবারই চকলেটের নাম শুনলে জিভে জল এসে যায়।
সম্প্রতি প্যারিসে আয়োজন করা হয় চকলেট প্রদর্শনীর। প্রদর্শনীতে আয়োজিত এক ফ্যাশন শোতে মডেলরা অংশ নেন চকলেটের তৈরি পোশাক পরে।
ফ্রান্সের প্যারিসে সালন ডিউ চকলেট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
তাদের একজন বলেন, পুরো পোশাকটি চকলেটের তৈরি। ব্যাপারটি হলো দীর্ঘ সময় পোশাকগুলোকে ঠিক রাখা। কেননা গরমের জন্য এগুলো গলতে শুরু করে।
বিখ্যাত ফরাসী ভাস্কর রিচার্ড ওরলিন্সকির চকলেটের তৈরি ৬ মিটার উচ্চতার ভালুক প্রদর্শনীতে আসা দর্শকদের নজর কাড়ে।
প্রদর্শনীতে আসা উৎসুক চকলেটপ্রেমীরা নানা আকৃতির ভিন্ন ভিন্ন চকলেটের স্বাদ নেন। শুধু তাই নয় পরিবার ও প্রিয়জনদের জন্য চকলেট কিনতেও ভুলেননি তারা।
এবারের ২১তম চকলেট প্রদর্শনীতে অংশ নেয় বিশ্বের ৪০টি দেশের ৪শ' চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�