সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৯:৫৬:০৪

প্রথম জীবনে হিন্দি জানতেন না শাহরুখ!

প্রথম জীবনে হিন্দি জানতেন না শাহরুখ!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান ১৯৬৫ সালে একটি মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন পিতা নিউ দিল্লি, ভারতের পাঠান বংশদ্ভুত। তার পিতা তাজ মোহাম্মদ খান তিনি একজন ভারতীয় স্বাধীনতা কর্মী ছিলেন পেশাওয়ার ব্রিটিশ ভারত থাকতে। খানের পিতা ভারত বিভাগ হওয়ার আগে কিসা খাওয়ানি বাজার, পেশাওয়ার থেকে নয়া দিল্লি চলে আসেন। যখন তার মায়ের পরিবার রাওয়ালপিন্ডি, ব্রিটিশ ভারত থেকে এসেছিলেন। তার জন্ম নাম শাহরুখ (অর্থ "রাজ মুখ") ছিল নির্দিষ্ট, কিন্তু পছন্দ করে তার নাম শাহ রুখ খান লিখিত হয়, এছাড়াও সাধারণত এসআরকে হিসাবে উল্লেখ করা হয়। বর্তমান সময়ে হিন্দি ভাষার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের তালিকা খুঁজলে যে নামটি প্রথম দিকে থাকবে, তার নাম বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। অথচ প্রথম জীবনে শাহরুখ হিন্দিই জানতেন না! হ্যাঁ, শাহরুখ খান যখন দিল্লীর স্কুলে পড়েন তখন সব বিষয়ে সবার চেয়ে এগিয়ে থাকলেও সব সময় হিন্দিতে ফেল করতেন শাহরুখ। আর হিন্দিতে খারাপ করায় শাহরুখের মা লতিফ ফাতিমাও খুব রাগ করতেন। তবে মা ফাতিমা ছেলের এই দুর্বলতা খুব চালাকি করে কাটাতে পেরেছিলেন। কারণ তিনি জানতেন, শাহরুখ সিনেমা দেখার লোভে সবকিছু করতে পারে। আর এই বিষয়টিকেই নাকি শাহরুখের উপর কাজে লাগিয়ে ছিলেন তিনি। কারণ শাহরুখের সিনেমা দেখার প্রতি লোভ থাকলেও মা ছিল তার প্রধান বাধা! কিন্তু একদিন শাহরুখকে তার মা প্রস্তাব দিলেন, যদি ভালো করে হিন্দি বিষয়টি পড়াশুনা করে পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারে, তাহলে তাকে সিনেমা দেখতে আর বারণ করবেন না। শাহরুখও এমন প্রস্তাব শুনে উঠে পড়ে লেগে গেলেন হিন্দি বিষয়ে। সিনেমা দেখার লোভে শাহরুখ সত্যি সত্যিই হিন্দি বিষয়ে সবচেয়ে বেশী মার্ক পেয়েছিলেন ঠিক এর পরের পরীক্ষাতেই! আর তার মাও সিনেমা দেখায় আর বাধা দেননি তাকে। বর্তমানে শাহরুখ খান পৃথিবীর সফল চলচ্চিত্র তারকা। তার প্রায় ৩.২ বিলিয়ন ভক্ত এবং তার মোট অর্থসম্পদের পরিমাণ ২৩০০ কোটি রুপি-এরও বেশি। ২০০৯ সালে নিউজউইক তাকে বিশ্বের ৭৩ম ক্ষমতাশীল ব্যক্তির খেতাব দেয়। ওয়েলথ-এক্স সংস্থার বিচারে বিশ্বের সবথেকে ধনী হলিউড, বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছেন। এক্ষেত্রে তিনি হলিউড তারকা ব্রাড পিট, টম ক্রুজ, জনি ডেপ দের পিছনে ফেলে দিয়েছেন। ২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে