সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ১১:০৬:৪৯

মোদিকে শাহরুখের সাফ কথা

মোদিকে শাহরুখের সাফ কথা

বিনোদন ডেস্ক : দেশজুড়ে চলা অসিহষ্ণুতা ইস্যুতে মুখ খুললেন শাহরুখ খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তার সাফ কথা। বার্থ ডে বয় শাহরুখ বললেন, দেশে শুধু অসহিষ্ণুতা চলছেই না, আসলে চরম অসহিষ্ণুতা চলছে। এ কারণে তিনি পুরস্কার ফিরিয়ে দিতেও পিছিয়ে আসবেন না বলে জানিয়েছেন শাহরুখ খান। আজ ৫০-এ পা দিলেন শাহরুখ খান। ফ্যান থেকে শুরু করে সহকর্মীদের থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা পাওয়ার পর দেশের অসহিষ্ণুতায় সরব হলেন তিনি। কয়েক মাস ধরে অসহিষ্ণুতা চলছে দেশে। অসহিষ্ণুতার কারণে জাতীয় পুরষ্কার ফিরিয়ে দিয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী, সাহিত্যিক, বৈজ্ঞানিক প্রমুখ ব্যক্তিরা। ২০০৫ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত করা হয় কিং খানকে। পুরষ্কার ফিরিয়ে দেয়ার কথা জানতে চাওয়া হলে শাহরুখ খান জানান, তার সম্মানার্থে দেয়া পুরষ্কার তিনি ফেরাতে চান না। তবে কখনো ফেরাতে যদি হয় তাহলে তিনি পিছপা হবেন না। যেসব পুরষ্কারধারী মানুষ অসহিষ্ণুতার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি, তাদের বিরুদ্ধেও সমালোচনা করেছেন শাহরুখ। ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে