শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭, ১১:৪২:৩৬

এটা কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার : অনন্ত জলিল

এটা কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার : অনন্ত জলিল

বিনোদন ডেস্ক:  চিত্রনায়ক অনন্ত জলিল গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। একই সাথে তিনি সমাজের বিত্তবান মানুষের নিকট আহ্বান জানিয়েছেন যাতে দুর্গত মানুষের পাশে সবাই দাঁড়ায়।

গতকাল বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণে অনন্ত জলিলের এই খবর প্রচারে আসে।   রাতে তিনি নিজে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, 'আসসালামু আলাইকুম, বন্ধুগণ, এটা কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার। আমি তাদের পাশে এসেছি। যেমনটা আল্লাহ বলেছেন। '

অনন্ত বলেন, 'আল্লাহ তায়ালার রহমতে আজ কুড়িগ্রামের তিনটি ইউনিয়নের বন্যাকবলিত প্রায় আড়াই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবার, রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। '

তিনি বলেন, 'আমার পুরো টিম, গণমান্য ব্যক্তি সহ স্থানীয় লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ত্রাণ দেওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। '

তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, চলুন আমাদের যা কিছু আছে, তাই নিয়ে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই এবং আল্লাহর কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি।
দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে