শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭, ০৮:৫৪:১০

টেলিভিশন কাঁপাতে এলেন ‘দাবাং’ অফিসার

টেলিভিশন কাঁপাতে এলেন ‘দাবাং’ অফিসার

বিনোদন ডেস্ক: এবার ছোটপর্দা কাঁপাবে এমন এক পুলিশ অফিসার যার মধ্যে রয়েছে ‘দাবাং’-এর অ্যাটিটিউড এবং ‘সিংহম’-এর মেজাজ। জেনে নিন কোথায় দেখা যাবে তাঁকে।

‘দাবাং’ পুলিশ অফিসার চুলবুল পান্ডে বলিউডে যেমন একটি ট্রেন্ড সেট করেছিলেন, অনেকটা তেমনই বাংলার ছোটপর্দায় নতুন ইতিহাস গড়তে আসছে ‘ইন্দ্রনাথ দেব’। কালারস বাংলা-র ‘রেশম ঝাঁপি’-তে এই নতুন চরিত্রটি গল্পে নতুন মাত্রা আনবে, এমনটাই মনে করছেন অভিনেতা রাজ ভট্টাচার্য।

এই নতুন চরিত্রটি সম্পর্কে তিনি জানালেন, ‘‘এই চরিত্রটা একজন ওসি-র, যিনি রেশমগঞ্জের দায়িত্বে এসেছেন। কাউকে খুব একটা মানে না, নিজের মতো করে চলে। রেশমগঞ্জ এলাকার সমস্ত ক্রিমিনাল, বিশেষ করে দাদাঠাকুর, যার কথায় পুরো রেশমগঞ্জটা চলে, এদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই ইন্দ্রনাথের রেশমগঞ্জে আসা। তার একটা নিজস্ব স্টাইল আছে, ‘দাবাং’, ‘সিংহম’ সবকিছু মিলেমিশেই একটা চরিত্র। আমি ব্যক্তিগত ভাবে অত্যন্ত এক্সাইটেড এই চরিত্রটা নিয়ে। এর অনেকগুলো শেডস আছে, যেগুলো আস্তে আস্তে আসবে। খুব বিন্দাস এবং রাউডি একটা চরিত্র।’’

এই ধরনের চরিত্রে রাজ ভট্টাচার্যকে যে দারুণ মানাবে সেটা বলাই বাহুল্য। রাজ বরাবরই ভার্সেটাইল অভিনেতা। ‘দীপ জ্বেলে যাই’-এর ময়াঙ্ক শর্মার মতো খলনায়কের চরিত্রে তিনি যেমন সাবলীল, ততটাই সাবলীল ‘আমার দুর্গা’-র অঞ্জন সেন বা ‘দেবীপক্ষ’-র প্রবাল চৌধুরীর মতো একটু সাবমিসিভ চরিত্রে। তবে ইন্দ্রনাথ দেব বাংলা টেলিভিশনের চুলবুল পান্ডে বা সিংহম হয়ে উঠবে কি না, সেটা শুধুই অভিনেতার উপরে নয়, নির্ভর করছে গল্প এবং চিত্রনাট্যের উপরও।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে