শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ০৯:৩৮:৪৯

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান হাসপাতালে

বিনোদন ডেস্ক: চোখের সমস্যা নিয়ে গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান।

শনিবার বিকালে রাজধানীর ধানমণ্ডির একটি হাসপাতালে তার ডান চোখে অপারেশন হবে। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ছোটবেলা থেকেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট্ট একটি কালো দাগ ছিল। দাগটি চোখের ভিশনে সমস্যা করত। কিন্তু সেভাবে কোনো চিকিৎসা করাননি তিনি।

১০ বছর আগে সমস্যা সমাধানে ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে অপারেশনের জন্য দীর্ঘ পাঁচ ঘণ্টা বসে থাকার পর রাগ করে চলে আসেন। এমনটিই জানিয়েছেন তার পরিবার।

এরপর দেশে এসে প্রাথমিক চিকিৎসা ছাড়া বড় ধরনের কোনো চিকিৎসা করাননি তিনি। বর্তমানে সমস্যা প্রকট হওয়াতে অবশেষে আবারও অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘ইদানীং চোখে একটু বেশিই যন্ত্রণা হচ্ছে। এজন্য আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে চোখে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অপারেশন শেষে আবার সব ভালোভাবে দেখতে পারি।’

২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের আকস্মিক মৃত্যুতে এটিএম শামসুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে