শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ১২:৩৪:২৭

সংরক্ষিত থাকবে নায়করাজ রাজ্জাকের লক্ষ্মীকুঞ্জের শোবার ঘর

সংরক্ষিত থাকবে নায়করাজ রাজ্জাকের লক্ষ্মীকুঞ্জের শোবার ঘর

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেছেন নায়করাজ রাজ্জাক। এখন গুলশানের লক্ষ্মীকুঞ্জে যে ঘরটিতে তিনি ঘুমাতেন সেই ঘরটি সংরক্ষণ করার কথা ভাবছেন তার পরিবার। পিতার স্মৃতিচিহ্নগুলো ধরে রাখতে নায়করাজের শোবার ঘরটি ব্যবহার না করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে চিত্রনায়ক ও নির্মাতা সম্রাট।

এ প্রসঙ্গে সম্রাট বলেন, ‌‘বাবার শোবার ঘরটি আমরা সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছি। বাবা ও মা ওই ঘরে থাকতেন। বাবা নেই, মাকে আর ওই ঘরে একা রাখতে চাচ্ছি না। মাকে আমাদের ঘরে নিয়ে যাব। আর বাবার স্মৃতি ধরে রাখতে তার ঘরটি সংরক্ষণ করব। তবে এখনই নয়। আরও কিছুদিন যাক, তারপর।’

নায়ক রাজকে নিয়ে কোনো স্মৃতি যাদুঘর করার কথা ভাবছেন কি না? জানতে চাইলে সম্রাট বলেন,‘আমরা তেমন কিছু এখনো ভাবিনি। বাবা সবে মাত্র প্রয়াত হলেন। এ বিষয়টি নিয়ে আমরা পরে ভেবে দেখবো।’

উল্লেখ্য, গত ২১ আগস্ট সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান নায়করাজ রাজ্জাক। ২৩ আগস্ট বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে