শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ১২:৩৬:১৯

বাদ পড়লেন তিশা!

বাদ পড়লেন তিশা!

বিনোদন ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে ২০ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল সংস্কৃতি মন্ত্রণালয়। ওই অনুষ্ঠানের আলোচক তালিকায় ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিন্তু ১৮ আগস্ট এক ঘোষণায় অনু্ষ্ঠানটি স্থগিত হয়। এবার নতুন সূচি জানানো হলেও আমন্ত্রণপত্রে পাওয়া গেল না তিশার নাম!

আগের আয়োজনে আরো ছিলেন সাহিত্যিক-সাংবাদিক আনিসুল হক ও সাংবাদিক-সম্পাদক নাঈমুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের।

ওই সময় তিশার নাম আমন্ত্রণপত্রের অতিথি তালিকায় প্রথমে রাখায় সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়া নতুন তালিকায় আনিসুল হক ও নাঈমুল ইসলাম খানের নামও নেই। তবে অতিথি রদবদল নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে রোববার বিকেল ৫টায় অনুষ্ঠানটি হবে। আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। আগের মতোই প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে