বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল হঠাৎ করেই ইসলামের পথে চলতে শুরু করেছেন। বিভিন্ন তাবলীগ জামায়াত সহ ইসলামিক কর্মকাণ্ডে শামিল হচ্ছেন। মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। অবশ্য এ জন্যও বেশ সমালোচিত হয়েছেন তিনি।
সারা দেশে বন্যার সংক্রমণে এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছে সকলে। অনন্ত জলিলও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। তবে তার দাবি, গুনাহের কারণেই আমাদের উপর এমন দূর্যোগ আসছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এমন মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘আসসালামুয়ালাইকুম, প্রিয় দেশবাসী আমাদের দেশের উপর যে বিপর্যয় এসেছে তা আমাদের অজানা নয়। সারা দেশের বন্যা দুর্গতদের সাহায্য করা আমাদের মানবিক দায়িত্ব। আমার সামর্থ্য অনুযায়ী সে কাজটি পুরো করার উদ্দেশ্যে আমি আজ চিলমারী, কুড়িগ্রাম যাচ্ছি। কিন্তু এটা ব্যবস্থা করা দরকার। যাতে আর এই অবস্থা না হয়।
আমাদের উপর এই অবস্থা আসছে আমাদের গুণাহের কারণে। বন্যা, ভূমিকম্প, সাইক্লোন এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী।
অতএব, আমরা সকলেই গুনাহ থেকে তওবা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলেই নিন নিন সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই এবং সকলকে তওবার দিকে দাওয়াত দেই। আল্লাহ কবুল করুক। খোদা হাফেজ।’
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস