শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ০২:৫৩:১৫

বাপ্পারাজকে কথা দিলেন আলমগীর

 বাপ্পারাজকে কথা দিলেন আলমগীর

বিনোদন ডেস্ক: কিংবদন্তি নায়করাজ রাজ্জাক নেই, যিনি একাই যুদ্ধবিধ্বস্ত একটি দেশের সিনেমাকে নিজ কাঁধে বহন করে নিয়ে এসেছেন কয়েক যুগ। তার এই শুন্যতার দিনে তাকে স্মরণ করছে তার কাছের মানুষেরা। দীর্ঘদিনের ভালোবাসা আর প্রিয় কাজের জায়গা এফডিসিতে নায়করাজ রাজ্জাক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চলচ্চিত্র পরিবার। আর এইদিনে চাপা ক্ষোভ যেনো কান্না হয়ে ঝরে পড়লো কিংবদন্তি চিত্রনায়ক নায়করাজের বড় ছেলে বাপ্পারাজের কণ্ঠে!

বাবার স্মরণসভায় এসে ছেলের চোখে জল। যে বাবা বাংলা চলচ্চিত্রকে দুহাত ভরে দিলেন, অথচ শেষ দিকে তাকে নিয়ে বিতর্কও তৈরি করলো কিছু মানুষ। এমনকি রাজ পরিবারকে বয়কট, নিষেধাজ্ঞার হুমকি পর্যন্ত জীবদ্দশায় দেখে গেছেন নায়করাজ। এটা এ জাতির জন্য লজ্জার। আর এসব ক্ষোভই যেনো এফডিসিতে চলচ্চিত্র পরিবার আয়োজিত স্মরণসভায় ঝরে পড়লো নায়করাজের বড় ছেলে ও চিত্রনায়ক বাপ্পারাজের মুখে।  

বর্তমানে সংকটাপন্ন অবস্থায় বাংলা চলচ্চিত্র। তাই চিত্রনায়ক রাজ্জাকের স্মরণসভায় এসেও বড়ো হয়ে গেলো বর্তমান চলচ্চিত্রের সংকটগুলো। কারণ, নায়করাজ চাইতেন যেনো বাংলাদেশের চলচ্চিত্র  মাথা তুলে দাঁড়াতে পারে, সতস্ফূর্ততার সঙ্গে চলতে পারে। আর সেজন্য বাবার স্বপ্নের কথা মাইক্রোফোনে বললেন বাপ্পারাজ। যা শুনে পাশে থেকে তাকে আশ্বস্ত করলো চিত্রনায়ক আলমগীর।

বাপ্পারাজের পর মঞ্চে আসেন চিত্রনায়ক আলমগীর। রাজ্জাককে বড়ো ভাইয়ের মতোন দেখতে জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান তিনি। এরপর বাপ্পারাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাপ্পাকে বলছি, আমাদের চলচ্চিত্র পরিবার এক থাকবে। তোমার স্বপ্ন মানে, রাজ্জাক ভাইয়ের স্বপ্ন। রাজ্জাক ভাইয়ের স্বপ্ন আবার আমাদের সবার স্বপ্ন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতে পারে, দ্বন্দ্ব হতে পারে এমনকি মারামারিও হতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি এই দ্বন্দ্ব যতো দ্রুত সম্ভব আমি এটাকে আমরা মিটমাট করবো। এই চলচ্চিত্রকে নিয়ে রাজ্জাক ভাই যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। এটা কথা দিলাম।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে