শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ০৩:১১:২৪

নায়ক রাজের শোকসভায় এলেন না শাকিব, এ নিয়ে ক্ষোভ

নায়ক রাজের শোকসভায় এলেন না শাকিব, এ নিয়ে ক্ষোভ

বিনোদন ডেস্ক: শনিবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাক স্মরণে এক মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করে। এই শোকসভায় চলচ্চিত্র অঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত থাকলেও দেখা মেলেনি শাকিব খানের।

এর আগে নায়করাজকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রাজ্জাকের জানাজায়ও অংশ নিতে দেখা গিয়েছিল শাকিবকে। সেখানে ছিলেন চলচ্চিত্র পরিবারের নেতারাও। তখন সবাই আশা করেছিল হয়তো মিটতে যাচ্ছে শাকিবের সঙ্গে চলচ্চিত্র পরিবারের চলমান বিবাদ।

কিন্তু না শনিবারের অনুষ্ঠানে দেখা মেলেনি শাকিব খানের। এ নিয়ে ক্ষোভ শোনা গিয়েছে চলচ্চিত্র পরিবারের নেতা ফারুকের কণ্ঠে। তিনি বলেন, “আজকের এই শোকসভায় সব ভেদাভেদ ভুলে সবার আসা উচিৎ ছিল।”
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে