বিনোদন ডেস্ক : মাত্র কয়েকদিন আগেই হয়ে গেল হেমা মালিনি কন্যা এষা দেওলের সাধের অনুষ্ঠান। বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন সেদিনের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনও।
তবে, এষা দেওলের সাধের অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ রেগে গেলেন তিনি। কিন্তু কেন? কী এমন হল, যার জন্য রেগে গিয়ে বকাবকি করতে হল তাকে?
সূত্রের খবর, এষা দেওলের সাধের অনুষ্ঠানে পুজা করার বদলে অন্তঃসত্ত্বা এষার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন পুরোহিত। আর এতেই রেগে যান জয়া বচ্চন। পুরোহিতকে বলেন, ‘আপ পূজা মে ধ্যান দিজিয়ে’। অর্থাত্, আপনি পুজায় মন দিন। জয়ার এই মন্তব্যে উপস্থিত সকলে হেসে ওঠেন।
এমটিনিউজ/এসএস