স্পোর্টস ডেস্ক: মেজাজ হারানোর জন্য 'খ্যাতি' আছে বেন স্টোকসের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হেডিংলি টেস্টে অশোভন, অপমানজনক মন্তব্যের জন্য এই ইংলিশ তারকাকে ভৎর্সনা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শাই হোপ বাউন্ডারি হাঁকানোর পর অশোভন মন্তব্যে করেছিলেন স্টোকস। এ কারণে তার নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়। মাইক্রোফোনে এটি ধরা পড়ার পর ২৬ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার এটি স্বীকারও করে নেয়।
এদিকে এর ফলে সবমিলিয়ে স্টোকসের নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্ট যোগ হলো। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো খেলোযাড়ের নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হলে সেই খেলোয়াড় একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন।
এর আগে ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয় স্টোকসের নামের পাশে। একই বছরের নভেম্বরে অখেলোয়াড়সূলভ আচরণের জন্য আরো ১ পয়েন্ট যোগ হয় তার নামের পাশে। অর্থাৎ, ২০১৮ সালের অক্টোবরের মধ্যে স্টোকসের নামের পাশে আর ১ ডিমেরিট পয়েন্ট যোগ হলেই তিনি এক টেস্ট কিংবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন।
শনিবার টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১০১তম ওভারে স্টোকসের অখেলোয়াড়সূলভ আচরণের ঘটনা ঘটে। দুই অনফিল্ড আম্পায়ার ক্রিস গাফানি ও এস রবি, তৃতীয় আম্পায়ার মরিস ইরাসমাস ও চতুর্থ আম্পায়ার নিক কুক স্টোকসের বিপক্ষে এই অভিযোগ আনেন।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারালেও হেডিংলি টেস্টে বেশ বিপাকে রয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংলিশরা ২৫৮ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ৩২৯ রান করা ক্যারিবিয়ানরা ইতোমধ্যেই ৭১ রানের লিড পেয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস