রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ০৮:২৩:৪৯

বেআইনি কনস্ট্রাকশনের জন্য রানিকে পুলিশি নোটিস

বেআইনি কনস্ট্রাকশনের জন্য রানিকে পুলিশি নোটিস

বিনোদন ডেস্ক: বেআইনি কনস্ট্রাকশনের জন্য রানি মুখার্জিকে নোটিস পাঠিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। জানা গেছে, কর্পোরেশনের প্রতিনিধিরা সরেজমিন তদন্ত করতে রানির জুহুর বাংলো ‘কৃষ্ণা রাম’তে গেলেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তবে রানির প্রতিনিধির পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি।
 
তিনি জানিয়েছেন, নির্মাণের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট ২০১৪ সালেই নিয়ে নেওয়া হয়েছিল। প্রতি বছর সেটাকে ভ্যালিডেটও করানো হয়। আর বিএমসি’র তরফে যে নোটিস পাঠানো হয়েছিল, পরের দিনই তার জবাব দেওয়া হয়েছে।
 
এদিকে বিএমসি’র তরফে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিনিধিরা আবার যাবেন রানির বাড়িতে তবে এবার যাবেন সঙ্গে পুলিশ নিয়ে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে