রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ১০:৪২:০১

অভিমানি বাপ্পারাজকে কথা দিলেন মিঞা ভাই খ্যাত চিত্রনায়ক ফারুক!

অভিমানি বাপ্পারাজকে কথা দিলেন মিঞা ভাই খ্যাত চিত্রনায়ক ফারুক!

বিনোদন ডেস্ক : সবাইকে কাঁদিয়ে ২১ আগস্ট চলে গেলেন চিত্রনায়করাজ রাজ্জাক। তাকে স্মরণ করে এফডিসিতে শনিবার (২৬ আগস্ট) শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিলো বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। আর রাজ্জাকের স্মরণসভায় উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও চিত্রনায়ক বাপ্পারাজ। সেখানে চলচ্চিত্রের সংকটাবস্থা তুলে ধরে অভিমান করে আর এফডিসি আসবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। যা মেনে নিতে পারছেন না নিজেকে রাজ্জাকের ভাই দাবী করা চলচ্চিত্রের মিঞা ভাই খ্যাত অভিনেতা চিত্রনায়ক ফারুক।

এফডিসিতে নায়করাজকে স্মরণ করে শনিবার (২৬ আগস্ট) শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এমন পবিত্র দিনেও বাবার শূন্যতা সয়ে যাওয়ার পাশাপাশি বর্তমান সংকটাপন্ন চলচ্চিত্র নিয়ে চাপা ক্ষোভও দেখা গেলো চিত্রনায়ক বাপ্পারাজের মধ্যে। বাবার স্মরণ সভায় এসে তাই নিজের ভেতর চাপা ক্ষোভের কথাও বললেন। চিত্রনায়ক ফারুক, আলমগীর, সোহেল রানাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অসংখ্য অভিনেতা অভিনেত্রী ও নির্মাতার সামনেই বাপ্পারাজ বলেন, বর্তমান অবস্থার পরিবর্তন না হলে আর কখনো এফডিসিতে আসবেন না তিনি। তার এমন অভিমানে পাশে থাকার অঙ্গিকার করলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও চিত্রনায়ক ফারুক।

বাপ্পারাজকে উদ্দেশ্য করে মিঞা ভাই খ্যাত ফারুক বলেন, এফডিসিতে আসবো না এই শব্দটি তোমাকে উইথড্র করতে হবে। তোমার বাবা নেই, কিন্তু তোমার অসংখ্য চাচা, তোমার বাবার ভাইয়ের আছে। এই এফডিসির প্রতিটি ইটকে জিজ্ঞেস করো, প্রতিটি বালুকে জিজ্ঞেস করো রাজ্জাক কে, সে বলে দিবে। আর তুমি অভিমান করে বলছো এফডিসি আসবে না? এগুলো ছেড়ে তুমি কোথায় যাবে, কোথায় যেতে চাও?

অন্যদিকে আকারে ইঙ্গিতে কিছুটা যেনো শাসনের সুরেও কথা বলেন ফারুক। সবকিছুর একটা লিমিটেশন আছে জানিয়ে এই অভিনেতা আরো বলেন, আর যে কথাগুলো তুমি(বাপ্পারাজ) বলেছো, তুমি ভেবো না যে আমরা ঘরে বন্দি করে রাখবো। আমি বারবার বলি, আমরা ভালোবাসার পৃথিবীর মানুষ। ভালোবাসি, স্নেহ করি তোমার অভিমানকে! তুমি আমার ছেলে। তোমার এই অভিমানকে আমি শ্রদ্ধা করবো। কিন্তু লিমিটেশন বলে একটা বিষয় আছে, যা অতিক্রম করার ক্ষমতা আমার বাবারও নেই।

এরআগে শনিবারের অনুষ্ঠানে বর্তমান সংকটের দিকে আঙুল তুলে বাপ্পারাজ আর এফডিসিতে আসবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, আর এফডিসিতে আসবো না, যদি আপনারা সকল নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা। আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এজন্য নোটিশ পাঠানোর দরকার নেই, শাকিব ভুল করেছে এজন্য বয়কট করার দরকার কি? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন?

প্রসঙ্গত, চলচ্চিত্র পরিবার মাঝখানে শাকিবকে কয়েক দফায় বয়কট ও নিষিদ্ধ করলে তার প্রতিবাদ জানিয়েছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। সেসময় চলচ্চিত্র পরিচালক সমিতি বাপ্পারাজকেও বহিষ্কারের কথা বলেছিলো। শুধু তাই না, তার চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ বাতিল করে দেয়ারও হুমকি দেয়া হয়েছিলো। যাতে কষ্ট পেয়েছিলেন কিংবদন্তি নায়করাজ রাজ্জাকও।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে