রবিবার, ২৭ আগস্ট, ২০১৭, ১১:৫৩:৫৫

'ধর্মগুরু' রাম রহিমকাণ্ডে মুখ খুললেন তারকারা

'ধর্মগুরু' রাম রহিমকাণ্ডে মুখ খুললেন তারকারা

বিনোদন ডেস্ক: নারী নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত ঘোষণার পর ভারতে স্বঘোষিত 'ধর্মগুরু' গুরমিত রাম রহিম সিংককে বর্তমানে গোটা দেশ উত্তপ্ত। সেই উত্তপ্ত অনলাইনের মাধ্যমে সাড়া বিশ্বেরই ছড়িয়ে পড়েছে। এবার সেই উত্তপ্তের বর্হিপ্রকাশ করেছেন বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেটার।

এদিকে, রাম রহিমের কাণ্ডে রোববার রায় ঘোষণা করতে হরিয়ানা রাজ্যের রোহতাক কারাগারে গিয়েছেন বিশেষ আদালত। সেখানে বিশেষ আদালতে বসিয়ে রায় ঘোষণা করবেন বিচারকরা।

জি-নিউজের খবরে বলা হয়, ২০০২ থেকে ২০১৭ মাঝখানের সময়টা অনেকটাই। তবে শেষপ‌র্যন্ত দোষী সাব্যস্ত স্বঘোষিত 'ধর্মগুরু' গুরমিত রাম রহিম সিং। ‌যদিও গারদের ওপারে গিয়েও বহাল তবিয়তেই রয়েছেন তিনি। জেলেও তাকে নিয়ে চলছে জামাই আদর।

এদিকে, ডেরা সচ্চা সওদা প্রধানের গ্রেফতারির পর তার অনুসারীরা  যেভাবে পঞ্জাব, হরিয়ানায় তাণ্ডব চালিয়েছে, তার নিন্দায় সরব হয়েছে গোটা দেশ।

এই ঘটনাকে কেন্দ্র করে তণ্ডবে মৃত্যু হয়েছে ৩১ জনের। ওই দুই রাজ্যের বিভিন্ন এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। অশান্তি ছড়িয়েছে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদেও। তবে একজন কীভাবে কেউ সমর্থন করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি নিয়ে সরব হয়েছে বলিউডও।

অনুপম খের, টুইঙ্কল খান্না, ঋষি কাপুর, রবিনা ট্যান্ডন, এষা গুপ্তাসহ আরো অনেকেই টুইট করে নিজেদের মতামত জানিয়েছেন।

শুধু বলিউডই নয়, রাম রহিমের তুলোধনা করেছেন ক্রিকেটার ও অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী খেলোয়াড় অভিনব বিন্দ্রা।

তবে এক্ষেত্রে রাম রহিম প্রসঙ্গে অবশ্য ক্রিকেটার হরভজন সিং এর বক্তব্য ঠিক পরিষ্কার নয়। তবে অনুপম খের এক টুইট বার্তা বলেন, এ ঘটনায় হরমিতের অনুসারীদের শিক্ষা হয়েছে। এসব থামাতে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।

হরমিতের ভক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার কথা বলেছেন ঋষি কাপুর। আর রাভিনা ট্যান্ডন বলেন, এসব কর্মকাণ্ড লজ্জাজনক।

প্রসঙ্গত, নারী নির্যাতন মামলায় ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হওয়ার পর তার ভক্ত-সমর্থকদের সঙ্গে শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। হরিয়ানা রাজ্যের পাঁচকুলা ও পাঞ্জাবে ব্যাপক তাণ্ডব চালিয়েছে গুরুভক্তরা। ওই ঘটনায় নিহতের সংখ্যা ৩০ জন ছাড়িয়েছে।

শুক্রবার পাঁচকুলা শহরে অবস্থিত সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) আদালত গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। সোমবার তার সাজা ঘোষণা করার কথা রয়েছে।

১৫ বছর আগে নিজের আশ্রমে দুজন নারী ভক্তকে নির্যাতনের দায়ে ভারতের বিতর্কিত এই ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হয়েছেন। এ অপরাধের শাস্তি হিসেবে তারা সাত বছরের কারাদণ্ড হতে পারে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে