মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৮:১৬:২২

‘শাহরুখ পাকিস্তানের এজেন্ট’

 ‘শাহরুখ পাকিস্তানের এজেন্ট’

বিনোদন ডেস্ক : পুরস্কার ফেরানো নিয়ে তার মতামত জানানোয় তাকে ‘পাকিস্তানি এজেন্ট’ বলে আক্রমণ করেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী৷ তার এই মন্তব্যে ক্ষুব্ধ দেশের শিল্পী ও অভিনেতা মহল৷ অপর্ণা সেনের মতো পরিচালক এগিয়ে এসে এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন৷ এমনকি রাষ্ট্রপতির কাছে এই মর্মে একটি চিঠি দেওয়ার আবেদনও করেছেন তিনি৷ বিভাজনের রাজনীতি ও দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন দেশের শিল্পী, অভিনেতা, পরিচালকরা৷ দিবাকর বন্দ্যোপাধ্যায়, আনন্দ পটবর্ধন সহ ১৩ জন পরিচালক ফিরিয়ে দিয়েছিলেন তাদের জাতীয় পুরস্কার৷ একাধিক সাহিত্যিক অধ্যাপক কালবুর্গি হত্যার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দেন৷ পুরস্কার ফেরান বিজ্ঞানী পি এম ভার্গবও৷ উস্তাদ আমজাদ আলি খানের মতো বর্ষিয়ান শিল্পী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন এ বিষয়ে আরও কড়া হওয়ার জন্য৷ শর্মিলা ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো দেশের বর্ষিয়ান শিল্পীরা পুরস্কার ফিরিয়ে দেওয়া পরিচালকদের সমর্থনই জানান৷ এই প্রেক্ষিতে নিজের জন্মদিনে মুখ খোলেন বলিউড বাদশা৷ জানিয়েছিলেন দেশ এই মুহূর্তে অসহিষ্ণুতার চরমে পৌঁছেছে৷ ধর্ম নিয়ে এই অসহিষ্ণুতা আসলে দেশকে অন্ধকার জগতের দিকেই টেনে নিয়ে যাচ্ছে৷ পুরস্কার ফেরানোর প্রসঙ্গে তার মত, তিনি ব্যক্তিগতভাবে পুরস্কার ফেরানোর পক্ষপাতী না হলেও, সেরকম পরিস্থিতি এলে পুরস্কার ফেরাতে পিছপা হবেন না৷ আর তার এই মন্তব্যেই যেন ঘি পড়ে আগুনে৷ বিশ্ব হিন্দু পরিষদের আর কেউ মুখ না খুললেও সমালোচনায় সরব হন সাধ্বী৷ এর আগেও তিনি শাহরুখ, সালমানকে লক্ষ্য করে একাধিকবার আক্রমণ করেছেন৷ তবে এবার সব সীমা ছাড়িয়ে শাহরুখকে ‘পাকিস্তানি এজেন্ট’ বলে অভিহিত করেন নেত্রী৷ জানান, শাহরুখ সমেত যারা পুরস্কার ফিরিয়ে দিতে চাইছেন তাদের পাকিস্তানে চলে যাওয়াই উচিত৷ সাধ্বীর এহেন মন্তব্যে ক্ষুব্ধ ও বিস্মিত অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন৷ ট্যুইট করে তিনি জানিয়েছেন, ‘সাধ্বীর এরকম প্রতিক্রিয়া বিশ্বাস করতে পারছি না৷ এঁরাই দেশকে ভাগ করে দিচ্ছেন৷ কেন ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না?’ পাশাপাশি বাকস্বাধীনতা চেয়ে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি৷ শুধু তিনি একাই নন, রবীনা ট্যান্ডন ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও শাহরুখ খানের প্রতি এই অপমানজনক মন্তব্যের নিন্দা করেছেন৷ দেশ যে অসহিষ্ণুতার চরমে পৌঁছেছে এই মন্তব্যই করেছিলেন শাহরুখ৷ রাতপেরতে না পেরতে আক্রমণ করে সাধ্বী যেন বুঝিয়ে দিলেন কিং খানের সে মন্তব্য কতখানি সঠিক ছিল৷-কলকাতা ২৪। ৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে