ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন সালমান
বিনোদন ডেস্ক : নিজের জন্মদিনে দেশজুড়ে অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার শিল্প জগতে পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারির চেষ্টার বিরুদ্ধে মুখ খুললেন বলিউডের দাবাং খান সালমান। বললেন, শিল্প ও বিনোদনের কোনও সীমান্ত নেই। কাঁটাতার দিয়ে একে বাঁধা যায় না। রাজনীতির সঙ্গে শিল্পকে গুলিয়ে না ফেলার আর্জি জানিয়েছেন সালমান।
সম্প্রতি পাকিস্তানি শিল্পীদের মুম্বাইয়ে প্রবেশের ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছে শিবসেনা। এ প্রসঙ্গে সালমানের সাফ কথা, রাজনীতির সঙ্গে শিল্পকে গুলিয়ে ফেলা ঠিক নয়। সাধারণ মানুষও এটা চায় না।
সালমানের কথায়, এখন তো সব কিছুই ডিজিটাল। ভারতীয় দর্শকরা প্রখ্যাত পাক শিল্পী সহ সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে চান। শিল্প ও বিনোদনকে কোনও কাঁটাতারে বাঁধা যায় না। মানুষের পছন্দের ওপরই বিনোদন নির্ভরশীল।
সালমান আরও বলেছেন, কোনও বিশেষ চরিত্রের জন্য কোনও বিশেষ শিল্পীকে বেছে নেওয়ার বিষয়টি পরিচালকের ওপর নির্ভরশীল। কিছুদিন আগে শিবসেনার শাখা সংগঠন বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ না দেওয়ার দাবি জানানো হয়েছে। এ প্রসঙ্গে সালমানের বক্তব্য, কোনও পরিচালকের যদি মনে হয়, কোনও নির্দিষ্ট চরিত্র কোনও পাকিস্তনি শিল্পীই করতে পারবেন, তাহলে তাকে কেউই বাধা দিতে পারে না।
উল্লেখ্য, গতমাসে মুম্বই ও পুনেতে প্রখ্যাত পাক গজল শিল্পী গুলাম আলির অনুষ্ঠান শিবসেনার বিরোধিতায় বাতিল হয়ে যায়।
৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�