শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৩৬:০৭

যার শূন্য বাহুতে সন্তান খেলা করে, সেই প্রকৃত ধনী। ঈদ মোবারক: অন্তন জলিল

যার শূন্য বাহুতে সন্তান খেলা করে, সেই প্রকৃত ধনী। ঈদ মোবারক: অন্তন জলিল

বিনোদন ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ-ঊল-আযহা আজ শনিবার (২ সেপ্টেম্বর)। দেশব্যাপী সর্বস্তরের মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে দিনটি। পশু কোরবানি দিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন ও ধনী-গরীবের ব্যবধান ভুলে সবাই একই কাতারে সামিল হওয়ার বার্তা নিয়ে এই কোরবানির ঈদ।

সাধারণ মানুষের মতো তারকাদের জীবনেও ঈদ একই মহিমা বয়ে আনে। সেই সুবাদে তারা নিজেদের ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন। ভক্তরাও অপেক্ষা করেন প্রিয় তারকাকে ঈদের সাজে দেখার জন্য।  

জনপ্রিয় অভিনেতা ওমর সানী ভক্তদের বলেছেন, ঈদ মোবারক, আমার সকল বন্ধু ও পরিবারকে ঈদ মোবারক জানাই। আর সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

ঈদে শাকিব খান অভিনীত ‘রংবাজ’ ও ‘অহংকার’ দুটি ছবি মুক্তি পেয়েছে। এই ছবিগুলো দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আর সঙ্গে ভক্তদের কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঢালিউডের গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিত পরীমনি এবার এফডিসিতে দুটি গরু কোরবানি দিয়েছেন। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, সবার জন্য দোয়া করা উচিৎ আমাদের। একমাত্র আল্লাহ্‌ জানেন, কোনটা ভালো হবে। ঈদ মোবারক।

মিশা সওদাগর তার পরিবারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বলেছেন, ঈদ মোবারাক! আমার পরিবার এর পক্ষ থেকে সবাই কে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। পৃথিবী 'র সব মানুষ ভাল থাকুক।

নিজের সন্তানের সঙ্গে ছবি তুলে সেটা শেয়ার করেছেন অন্তন জলিল। লিখেছেন, যার শূন্য বাহুতে সন্তান খেলা করে, সেই প্রকৃত ধনী। ঈদ মোবারক।

জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেন, সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ সবার জীবনে অনাবিল আনন্দ বয়ে আনুক, এই শুভ কামনায়। ঈদ মোবারক।  

নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন খানিকটা অন্যভাবে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, সংবিধিবদ্ধ সতর্কীকরণ: নিউজফিডে কোনও প্রকার গরু ছাগল কাটাকাটি কিংবা রক্তাক্ত ছবি দেখিলে পোস্টদাতা ফেসবুক বন্ধু/বান্ধবী কে সঙ্গে সঙ্গে ডিলিট এবং ব্লক করা হইবে। ঈদের শুভেচ্ছা সবাইকে।

জনপ্রিয় অভিনেতা রিয়াজ বলেছেন, বানভাসি মানুষের হাহাকার এবং আরাকানে বর্বরতার শিকার মানুষগুলোর আর্তনাদে এবারের সাদাকালো ঈদে। সকল মানুষের জীবন হোক আনন্দময়।  

ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত দুটি ছবি। সেই ছবিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তিনিও ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ অ্যালবাম ‘অভিমান আমার’ প্রকাশ করেছেন সঙ্গীত তারকা তাহসান। সবাইকে শোনার আমন্ত্রণ জানিয়ে ঈদ শুভেচ্ছা দিয়েছেন।

এছাড়াও চিত্রনায়ক বাপ্পী, আরিফিন শুভ, অভিনেতা মোশাররফ করিম, সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদ, আরফিন রুমি, হৃদয় খান, অভিনেত্রী তমা মির্জাসহ অনেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এমটিনিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে