টুতে ভাবনার প্রেম, ক্লাস সিক্সে বিয়ের প্রস্তাব
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেলেও আশনা হাবিব ভাবনার ভিতটা নৃত্যের মাধ্যমেই। বেশ কয়েক বছর ধরে মডেলিং ও অভিনয়ে মেধা ও প্রতিভার প্রমাণ দিচ্ছেন তিনি।
পড়াশোনায় প্রথম স্কুল জীবন রাইফেলস পাবলিক স্কুলে। স্কুলটির বর্তমান নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পিলখানার স্কুলটিতে বয়স পাঁচে ভর্তি হন তিনি। সেসময় স্কুলে যেতে বাবা-মা'র সাথে। ফেরাটাও সেভাবেই। অনেক সময় মায়ের মামার সাথেও যাওয়া-আসা হতো তার।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছেন ভাবনা। ক্লাসের পাশাপাশি শুটিংয়েও সময় দিচ্ছেন তিনি। তবে দু’বছর বয়সেই নাকি তার অভিনয়ে পা এমনটাই জানা গেছে। সেটা ছিল একটা বিজ্ঞাপনে। আর নাটকের প্রথম অভিনয় ‘আমাদের নূরুল হূদা’তে। নাটকটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
অবশ্য নাচের প্রতিই ঝোঁক তার বেশি। এটা তো ছোটবেলার অভ্যাস। নাচের পারফর্মে বেশ এগিয়ে তিনি। প্রায় বছর দশেক আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা অনুষ্ঠানে পারফর্ম করে ১ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। সেই স্মৃতি আজো তাকে ঘিরে ধরে।
নাচে ভাবনা সম্মাননা স্বরূপ পেয়েছেন সেরা নৃত্য শিল্পী (২০০৩)-এর জাতীয় পুরস্কার, বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার (২০০৬), হলদিয়া উৎসব পুরস্কার (ভারত), সেরা নৃত্য শিল্পী (২০০৮), ইয়ুথ ফেডারেশন পুরস্কার (মালয়েশিয়া), সেরা নৃত্য শিল্পী (২০১০) ইত্যাদি।
তবে বই পড়াও তার বেশ সখ। বইয়ের বিভিন্ন সিরিজ গাদাগাদা জমে গিয়েছিল একসময়। অবসরে বই পড়ে সময় কাটান তিনি। অবশ্য ক্লাস আর অভিনয়ে এখন আর তেমনটা হয়ে ওঠে না তার।
ভালো লাগার মানুষকে খুঁজতে ভুল করেননি ভাবনা। তবে সময়টা সেকেলের। স্কুলে প্রথম ভর্তি হওয়ার বেশকিছু পর। ক্লাস টু’তে পড়ার সময় এক সহপাঠীর সাথে প্রেম হয় তার। না বুঝার কারণে সেই প্রেম আর হালে পানি পায়নি। অবশ্য অনেকটা পর তা বুঝেছেন তিনি। সেকেলের প্রেম এখন ভাবলে তার খুব হাসি পায়। তবে এখনো বেচারা প্রেমিকের কথা মনে পড়ে তার।
সবচেয়ে মজার কথা, ক্লাস সিক্সে পড়ার সময়ই বিয়ের প্রস্তাব আসে তার। নানা বাড়ি পুরান ঢাকায় বেড়াতে গেলে এক গায়ে হলুদের অনুষ্ঠানে কিছু লোক তাকে লুকিয়ে দেখে পছন্দ হয়ে যায়। আর যাই কই- সোজা বিয়ের প্রস্তাব। কিন্তু এ প্রস্তাবে তার মা তেলে বেগুনে জ্বলে উঠেন। রাগে গায়ে হলুদের অনুষ্ঠােই ত্যাগ করেন তিনি। অবশ্য বাড়ি পর্যন্ত এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�