জন্মদিনে মন খারাপ মৌসুমীর
বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী। আজ ৩ নভেম্বর এই নায়িকার জন্মদিন। তবে এই দিনটিতে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই তারকা। ১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর মনটা আজ ভীষন খারাপ। তবে তার মন খারাপের কারণ হলো তার সহ অভিনেত্রী দিতির শারীরিক অসুস্থতা।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় আবারো ভারতের চেন্নাইয়ে নেয়া হচ্ছে অভিনেত্রী দিতিকে। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেয়া হচ্ছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের ফ্লাইটে তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
দিতির দ্রুত সুস্থতা কামনা করেছেন মৌসুমী। প্রিয় অভিনেত্রীর অসুস্থতা এবং কয়েক দিন আগে সকলে ছেড়ে চলে গেলেন সাংবাদিক আওলাদ হোসেন এই সকল কারণে নিজের জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা রাখছেন না। বিশেষ এই দিনটি ঢাকার উত্তরার বাসায় সন্তানদের সাথেই আছেন তিনি। স্বামী ওমর সানী রয়েছেন, ঢাকার অদূরে ‘শূন্য’ ছবির শুটিংয়ে।
মৌসুমীর প্রত্যাশা আবারো সুস্থ হয়ে খুব দ্রুত অভিনয়ে ফিরবেন দিতি। তার বিশ্বাস, দিতির মতো অসাধারণ প্রাণশক্তির মানুষ অবশ্যই সুস্থ হবেন। সব ঠিক থাকলে আগামী বছর দিতিকে নিয়ে নিজের জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবে পালনের ইচ্ছাও প্রকাশ করেছেন মৌসুমী।
এদিকে, এবারের জন্মদিনে টিভি চ্যানেল থেকে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলেও বিনয়ের সঙ্গে অসম্মতি জানিয়েছেন মৌসুমী।
১৯৯৩ সালে মাত্র বিশ বছর বয়সে প্রয়াত নায়ক সালমান শাহর বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। এরপর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। ২২ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে মিশে থাকা এ মৌসুমীর রূপলাবণ্যে ভাটা পড়েনি একটুকুও। এখনও চির সুন্দরীদের কাতারে অবস্থান করছেন ঢালিউডের এই কুইন। দুদশকের বেশি সময় ধরে ঢালিউডে রাজত্ব করা মৌসুমী একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন। ব্যক্তিজীবনে চিত্রনায়ক ওমর সানির স্ত্রী মৌসুমী। পাশাপাশি তাদের সুখের সংসারে রয়েছে ফারদিন ও ফাইজা নামের দুই সন্তান।
৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�