ওমর সানি : প্রথমেই শুরু করি হিটলারকে দিয়ে। লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে হিটলার কিন্তু লাশের বিভৎষতা এতো দেখা যায়নি। তারপর আসেন লেলিন, মুসলীনি মাঝখানে পৃথিবীতে আরো অনেকের নামই এসেছে।
পাকিস্তানের জুলফিকার আলী ভূট্টু তার বিভৎষতা আমরা ছবিতে দেখেছি এবং বাস্তবেও অনেকে দেখেছেন। আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তা আমি জানি না। আমার জানা মতে সবার আগে হত্যা, নিশংসতা, বিভৎষতায় সব চেয়ে এগিয়ে আছেন "সুচী"।
বিশ্ব মুসলিম এবং অন্য ধর্মের সবাই এই রহিঙ্গাদের বাচাঁবার জন্য জিহাদী যুদ্ধ বলেন, বিবেকের যুদ্ধ বলেন, মানবতার যুদ্ধ বলেন সব যুদ্ধ ঘোষনা করতে হবে। আমরা তখনি হাসবো, যখন এই জঘন্য হত্যাকান্ড বন্ধ হবে।
হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই বিভৎষ মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করুন। আজকের এই ঈদের আনন্দের দিনে এই ফরিয়াদ জানাই আপনার কাছে। ধিক্বার ধিক্কার ধিক্কার জানাই এই মানব হত্যাকারী রক্ত পিপাসু "সূচীকে"। -অভিনেতার ফেসবুক আইডি থেকে।
এমটিনিউজ/এসএস