‘নায়িকাদের কম পারিশ্রমিকে কাজ বন্ধ করা উচিত’
বিনোদন ডেস্ক : বলিউডে নায়কদের সঙ্গে নায়িকাদের পারিশ্রমিকের পার্থক্যটা ওই আকাশ আর পাতালের মতোই। এই নিয়ে বলিউড পাড়ায় সুন্দরীদের ক্ষোভও কম নয়। মাঝে মধ্যে প্রকাশ্যেই অভিযোগ জানিয়েছেন অনেকেই। কিন্তু এই অভিযোগের কোন লাভ হয়নি। এ বার এই সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন সোনম কাপূর। তিনি চাঁচাছোলা ভাষায় জানিয়েছেন, নায়িকাদের এ বার কম টাকায় কাজ করা বন্ধ করা উচিত।
১৭তম জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে এসে সোনম জানালেন, সমান পারিশ্রমিকের দাবিকে তিনি সম্পূর্ণ সমর্থন করেন। তিনি বলেন, ‘যদি আপনি সত্যিই মনে করেন আপনার প্রাপ্যটুকু পাচ্ছেন না, তা হলে তার জন্য লড়াই করুন। যারা আপনাকে কম টাকায় কাজ করাতে চায়, শুকনো অভিযোগ না করে, তাদের জন্য কাজ করা বন্ধ করুন।’
এই বিষয়ে অবশ্য খানিকটা সেফ গেম খেলেছেন আর এক বলিউডি তারকা দীপিকা পাড়ুকোন। জানিয়েছেন, নিজের পারিশ্রমিক নিয়ে তিনি মোটেও ‘অখুশী’ নন। তবে বিশ্বাস করেন, নয়া প্রজন্মের তারকাদের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য থাকা প্রয়োজন।
৩০ বছরের সোনমের কথায় তিনি ‘সম্পূর্ণ নারীবাদী’, এবং তার মতে নারীবাদী হওয়া মোটেও লজ্জার নয়। কিছুদিন আগেই পরিণীতি চোপড়া ও ক্যাটরিনা কাইফ জনিয়েছিলেন, নারীবাদ নয়, তারা সাম্যবাদে বিশ্বাস করেন। আলিয়া ভাট্ট আবার বলেছিলেন, তিনি নাকি আংশিক নারীবাদী।
সোনমের দাবি, তিনি একা নন, তার বাবা অনিল কাপূরও নারীবাদী।
৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�