শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২০:৩৯

‘বারবার ফোন দিচ্ছে শাকিব, ছেলে সাথে কথা বলতে’

‘বারবার ফোন দিচ্ছে শাকিব, ছেলে সাথে কথা বলতে’

বিনোদন ডেস্ক : ঈদের দিনে ব্যস্ত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছেলের জন্য বারবার ফোন করছে শাকিব খান। পশু কোরবানির জন্য শাকিবও ব্যস্ত তার বাসায়। তাই সকাল সকাল উঠে ছেলেকে তৈরি করে বের হচ্ছিলেন অপু।

অপু বলেন, ‘সকাল থেকেই একটু ব্যস্ত সময় কাটছে। কারণ নিজে যেহেতু কোরবানি দিয়েছি, সেগুলোকে সামলাতে হয়েছে। নিজের হাতে রান্না করছি। কারণ মা একটু অসুস্থ, এরই মধ্যে ছেলেকে খাইয়ে রেডি করেছি। এখন ঘরের কিছু কাজ করে শ্বশুরবাড়ি যাব তাদের দোয়া নিতে।’

অপু আরো জানান, ‘শাকিব সকাল থেকে এখনো আমার বাসায় আসতে পারেনি। বারবার ফোন দিচ্ছে, ছেলের সাথে কথা বলতে চাচ্ছে। সে তার কোরবানির গরু নিয়ে ব্যস্ত, নিজে দাঁড়িয়ে থেকে কোরবানি দিতে পছন্দ করে শাকিব। না হলে নামাজ পড়েই হয়তো চলে আসত। একটু পর আমি ছেলেকে নিয়ে যাব সেখানে। তারপর আমি, আমরা পরিবার নিয়ে ঈদের বাকি সময়টা কাটাব।’

অপু বিশ্বাস বলেন, ‘আমার ছেলে আব্রাহাম খান জয়ের এবারই প্রথম কোরবানির ঈদ। তাই ঈদটি আমি আনন্দের সঙ্গে পালন করতে চাই। আমরা পারিবারিকভাবেই আনন্দ উপভোগ করব।’

শাকিব খান কী খেতে পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাকিব গরুর পায়া খেতে পছন্দ করে। আমার হাতের গরুর পায়ার রান্না শাকিব বেশি পছন্দ করে। কারণ আমি একটু ভিন্নভাবে রান্না করি। এছাড়া ছেচা মাংস, আচারি গোশত- এগুলোও করি। এগুলো শাকিব নান রুটি দিয়ে খেতে পছন্দ করে।’

আপনি কী খেতে পছন্দ করেন?- এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস হেসে ওঠেন। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আমি খাসির বট অনেক পছন্দ করি। এই আইটেম আমি অনেক যত্ন নিয়ে রান্না করি।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে