রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১০:৪১

‘বার বার ফোন করলেও শাকিব রিসিভ করেন না’

‘বার বার ফোন করলেও শাকিব রিসিভ করেন না’

বিনোদন ডেস্ক : চলতি বছরে ঢালিউডের অন্যতম আলোচিত ঘটনা সন্তানসহ হুট করে অপু বিশ্বাসের টেলিভিশন লাইভে আসা। একবছর অন্তরালে থাকার পর এ নায়িকা জানান, কয়েকবছর আগে শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

এবার বললেন, ‘বিয়ে করাটা আমার ভুল’। তবে কেন ও কী উপলক্ষে বলেছেন তা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে।

যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘শোবিজ টু নাইট’-এর ঈদ স্পেশাল পর্বে হাজির হয়েছেন এ নায়িকা। অনুষ্ঠানটির প্রোমোতে দেখা যায় অপু বলছেন, ‘একটা কথা বলব বিয়ে করাটা আমার ভুল।’

অনুষ্ঠানে অপু আরো জানান, অনেক সময় বার বার ফোন করলেও শাকিব রিসিভ করেন না। অনেকক্ষণ পর কল ধরলে অপু গান শুনিয়ে দেন।

‘শোবিজ টু নাইট’-এর বিশেষ পর্বটি প্রচার হবে ঈদের তৃতীয়দিন রাত সাড়ে ৮টায়।

এছাড়া কয়েকটি অনুষ্ঠানে দেখা যাবে নায়িকাকে। ‘কমনসেন্স’ নামের টক শো’তে তার সঙ্গে আছেন মাহি।

‘আনন্দমেলা’য় বিশেষ নৃত্যে অংশ নিয়েছেন অপু। তার নাচ দেখা যাবে এনটিভিতেও। অনুষ্ঠানের শিরোনাম ‘পাঁচ রঙ্গে অপু বিশ্বাস’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে