বিনোদন ডেস্ক : সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে এটাই প্রথম ঈদ শাকিব খানের। ঈদুল আজহার দিন সকালে নামাজ পড়েই কোরবানি দিয়েছেন শাকিব। তখন থেকেই ছেলেকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। বারবার স্ত্রী অপুকে ফোন করে খবর নিচ্ছিলেন, কখন ছেলেকে আনা হবে তার বাসায়। এরপর অপুর বাসায় গাড়ি পাঠিয়ে দিলেন ছেলের জন্য। দুপুরের পর গাড়িতে চড়ে আব্রাম খান জয় এলো বাবার বাসায়।
এর পর শাকিব সারাটা দিন সন্তানের সঙ্গেই কাটালেন। কিন্তু অপু আসেননি তখন। ঢাকাই সিনেমার ‘দিদি’ তখন ব্যস্ত ঘরের কাজে।
তাহলে কি অপুর সঙ্গে শাকিবের দেখাই হয়নি? দেখা হয়েছে। কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য। রাতে শাকিব যখন ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হবেন তখন অপু যান আব্রামকে আনতে।
অপু বিশ্বাস বলেন, “সারাদিন জয় ওর বাবার সঙ্গে ছিল। রাতে যখন ওর বাবা বের হবে তখন আমি গিয়ে নিয়ে আসি ওকে। আর ওর খিচুরি খাওয়ানোর সময়ও হয়ে গিয়েছিল।”
শাকিব খানের সঙ্গে আপনার কথা হয়নি? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, “কথা হয়েছে খুব অল্প। কারণ সে খুব ব্যস্ত ছিল। কোরবানি ঈদ তো ব্যস্ততা থাকেই।”
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস