বিনোদন ডেস্ক : প্রাক্তন পাক ক্রিকেটার আবদুল রজ্জাক ও বাহুবলীর অবন্তিকা মানে তামান্না ভাটিয়া নাকি বিয়ে করছেন! এমনটা শুনেছেন কী? হ্যাঁ, এই খবরই আজকাল শোনা যাচ্ছে। শুধু খবরই নয়, ইন্টারনেটে ঘোরাফেরা করছে একটি ছবিও!
যাতে দেখা যাচ্ছে প্রাক্তন পাক ক্রিকেটার আবদুল রজ্জাক ও তামান্না ভাটিয়া একসঙ্গে গয়নার দোকানে গয়নার ডিজাইন পছন্দ করছেন। শোনা যায়, নিজেদের বিয়ের জন্যই নাকি এই গয়নার কেনাকাটা করছেন তারা। কিন্তু সত্যিই কী তাই? শেষ পর্যন্ত কিনা প্রাক্তন পাক ক্রিকেটারকে বিয়ে করছেন বাহুবলীর অবন্তিকা?
না, আসলে খবরটা একেবারেই সত্যি নয়। এটা একেবারেই পুরোনো একটা ছবি। বহুদিন আগে একটি গয়নার দোকানের উদ্বোধনে গিয়েছিলেন আবদুল রজ্জাক ও তামান্না ভাটিয়া। এটা সেই ছবি।
তাঁদের বিয়ের খবর একেবারেই ভুল। আবদুল রজ্জাক বিবাহিত। এমনকি তমান্না ভাটিয়ার সঙ্গে তাঁর কোনও যোগাযোগও নেই। খবরটা একেবারেই ভিত্তিহীন, গুজব।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস