রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০২:১৪:১৯

‘শাকিব নতুন গাড়িতে ছেলেকে নিয়ে প্রায় দুই ঘণ্টা ঘুরে বেড়ান’

‘শাকিব নতুন গাড়িতে ছেলেকে নিয়ে প্রায় দুই ঘণ্টা ঘুরে বেড়ান’

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর ছিল ছেলে আব্রামকে নিয়ে চিত্রনায়ক শাকিব খানের প্রথম ঈদ। কিন্তু তখন তিনি ছিলেন যুক্তরাজ্যে। জয়দীপ মুখার্জির ‘চালবাজ’ ছবির শুটিং হওয়ার কথা ছিল সেখানে। তাই ওই সময় ছেলেকে নিয়ে ঈদ উদ্‌যাপন করতে পারেননি বাবা শাকিব খান। এবার ঈদুল আজহায় তা পুষিয়ে নিলেন। আব্রামকে নিয়ে ঈদ করেছেন তিনি।

গতকাল শনিবার রাতে শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস  জানালেন, নতুন গাড়ি কিনেছেন শাকিব খান। গতকাল ঈদের দিন দুপুরের পর ছেলেকে নিয়ে নতুন গাড়িতে করে বেরিয়ে পড়েন। ঘণ্টা দুয়েক ছেলেকে নিয়ে রাজধানীর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ান।

অপু বলেন, ‘বেলা দুইটার দিকে শাকিবের চাচাতো ভাই মনির জামান এসে আব্রামকে আমার মায়ের বাসা থেকে শ্বশুরের বাসায় নিয়ে যান। সেখান থেকে আব্রামকে নিয়ে শাকিব তাঁর নতুন গাড়িতে করে প্রায় দুই ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। ঈদের দিনে বাবার সঙ্গে আব্রামের সুন্দর সময় কেটেছে।’

ছেলের সঙ্গে নয়, শ্বশুরবাড়িতে অপু গিয়েছিলেন অন্য সময়। বললেন, ‘আমি পরে গিয়েছিলাম। ওই সময় বাসায় রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। নিজ হাতে ১০ পদ রান্না করেছি। রাত আটটার দিকে শ্বশুরবাড়িতে যাই। সেখানে ঘণ্টা খানেক ছিলাম। এরপর আব্রামকে সঙ্গে নিয়ে মায়ের বাসায় ফিরি।’

শাকিবের সঙ্গে দেখা হয়েছে? অপু বললেন, ‘হ্যাঁ, দেখা হয়েছে। আমি যখন আব্রামকে আনতে যাই, তখন ও বাসায় ছিল।’ এর বাইরে আর কিছু বলতে চাননি অপু বিশ্বাস।-প্রথম আলো
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে