রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৩৯:০৪

নিজের সন্তানকে ভয় পাচ্ছেন মা!

 নিজের সন্তানকে ভয় পাচ্ছেন মা!

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ সময়ই সক্রিয় থাকেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী। মাঝে মধ্যেই তিনি নিজ পরিবার কিংবা ভক্ত অনুরাগীদের সঙ্গে ছবি শেয়ার করেন। শাহরুখ-গৌরী দম্পতীর রয়েছে তিন সন্তান। তাদের নাম আরিয়ান, সুহানা ও আব্রাম।

সম্প্রতি বড় ছেলে আরিয়ানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কিছুটা ভীত সন্ত্রস্ত্র রয়েছেন গৌরী। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- ‘আমার ছেলের একটা ছবি পোস্ট করলাম ওর অনুমতি ছাড়াই। আশা করছি ও রেগে গিয়ে আমাকে কিছু বলবে না।’

ওয়েব জগতে শাহরুখ-গৌরী পরিবারের রয়েছে অগণিত ভক্ত। আর তাই গৌরীর শেয়ার কোরা আরিয়ানের ছবিটি বেশ জন প্রিয় হয়েছে সামাজিক যোগাযোগ মাদ্যমে। আরিয়ান নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন। ভবিষ্যতে তাকে কখনো সিনেমায় দেখা যাবে কি-না সেটা নিশ্চিত নয়।-আনন্দবাজার
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে