রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৫১:১৮

কেমন ছিল আব্রামের সঙ্গে শাকিব খানের প্রথম ঈদ?

কেমন ছিল আব্রামের সঙ্গে শাকিব খানের প্রথম ঈদ?

বিনোদন ডেস্ক : গত ঈদ-উল-ফিতরে শাকিব খান যুক্তরাজ্যে ছিলেন। যার কারণে ছোট্ট আব্রাম তার বাবাকে জীবনের প্রথম ঈদে কাছে পায় নি। শাকিবও জানিয়েছেন, সে সময় তিনি আব্রামকে কতটা মিস করেছেন। কিন্তু জীবনের কিছু সময় পেশাদারিত্বের কারণে ব্যক্তিজীবনের কিছু চাওয়া-পাওয়া হেরে যায়। বিষয়টি ঠিক তেমনই ছিল।

তবে এবারের ঈদ-উল-আযহায় নতুন কেনা গাড়িতে করে গতকাল (ঈদের দিন) দুপুরের পর আব্রামকে নিয়ে ঘণ্টা দুয়েক ঈদের এই ফাঁকা ঢাকায় ঘুরে বেরিয়েছেন। আর শাকিবের স্ত্রী অপু বিশ্বাস এমনটিই জানিয়েছেন।

অপু বিশ্বাস জানান, গতকাল দুপুর দুইটার দিকে শাকিবের চাচাতো ভাই মনির এসে আব্রামকে আমার মায়ের বাসা থেকে শাকিবের বাসায় নিয়ে যান। সেখান থেকে আব্রামকে নিয়ে শাকিব তাঁর নতুন গাড়িতে করে প্রায় দুই ঘণ্টা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন।

এদিকে অপু তার পুত্র জয়ের সঙ্গে নয়, শাকিবের বাসায় গিয়েছেন ২ সেপ্টেম্বর রাত আটটার দিকে। সে সময় ঘণ্টা খানেক সেখানে অবস্থান করেন। এরপর আব্রামকে নিয়ে বাসায় ফেরেন অপু। ফেরার সময় অপুর সঙ্গে শাকিবের দেখাও হয়েছে। এর বাইরে গণমাধ্যমকে আর কিছু জানাননি অপু বিশ্বাস।

এবার ঈদে শাকিব খান অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে তিনশ'র মতো সিনেমা হলে। ছবি দুটি হচ্ছে 'রংবাজ' এবং 'অহংকার'। দুই ছবিতেই শাকিবের নায়িকা শবনম বুবলী।

তবে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনীত এবারের ঈদে কোন ছবি মুক্তি পায় নি। কিন্তু ছোট পর্দায় ঠিকই সবর রয়েছেন এ নায়িকা। এরমধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে একটি নাচের অনুষ্ঠান। এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। রাত নয়টায়। এর ঠিক দুই ঘণ্টা আগে রাত ৭টায় এশিয়ান টিভিতে দেখা যাবে অপু বিশ্বাসকে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে