বিনোদন ডেস্ক : এপ্রিলে সন্তানসহ মিডিয়ার সামনে আসার পর থেকে অপু বিশ্বাসের সাথে খুব একটা দেখা হয়নি শাকিব খানের। এমনকি ঈদুল ফিতরেও না। ওই সময় লন্ডনে ছিলেন নায়ক। তাই সবার দৃষ্টি ছিল এবারের ঈদকে ঘিরে। অপু বিশ্বাস জানালেন, তাদের দুজনের দেখা হয়েছে, কথাও হয়েছে।
ঈদের দিন নামাজ শেষে কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। এরপর ফুসরত মিলতেই ছেলে আব্রামকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়িয়েছেন। রাতে বাসায় ফেরেন।
অপু বিশ্বাস বলেন, ‘দুপুরের দিকে শাকিব তার চাচাতো ভাই মনিরকে দিয়ে আব্রামকে আমার মায়ের বাসা থেকে নিয়ে যায়। আমি সারাদিন নানা কাজে ব্যস্ত ছিলাম। বিভিন্ন পদের খাবার রান্না থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের আপ্যায়ন করেছি।’
রাত দশটার দিকে অপু ছেলেকে আনতে যান শাকিবের বাসায়। তখন আব্রামের খিঁচুড়ি খাওয়ার সময় হয়ে গিয়েছিল। ওই সময় শাকিবের সাথে হঠাৎ দেখা হয়।
অপু বলেন, ‘আব্রামকে আনার সময় আমার সাথে শাকিবের দেখা হয়েছে এবং কথাও হয়েছে।’ তবে কী কথা হয়েছে তা বলেননি অপু বিশ্বাস। কিন্তু নায়িকার অল্প কথার জবাবে আবারো ফিসফাস শুরু হয়েছে ঢালিউডে।
অপু বিশ্বাস বর্তমানে নতুন করে চলচ্চিত্রে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য নিয়মিত জিম করছেন। তাকে সর্বশেষ দেখা গেছে শাকিবের বিপরীতে ‘রাজনীতি’ সিনেমায়। এছাড়া টিভিসি ও সেলিব্রিটি শো’তে নিয়মিত দেখা যাচ্ছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস