রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:১৫:২৩

'‍অকৃতজ্ঞ'‍, কঙ্গনাকে কটাক্ষ করণের! দেখুন কী বলেছেন...

'‍অকৃতজ্ঞ'‍, কঙ্গনাকে কটাক্ষ করণের! দেখুন কী বলেছেন...

বিনোদন ডেস্ক: করণ-কঙ্গনা ঝগড়া ‌যেন আর থামতেই চাইছে না। শুরুটা হয়েছিল করণের শো '‍কফি উইথ করণ'-এ গিয়ে স্বজনপোষণ (নেপোটিজম) নিয়ে কঙ্গনার মন্তব্যের পর। কঙ্গনা করণকে বলিউডে স্বজনপোষণের ধারক ও বাহক বলেছিলেন। আর তার পর থেকেই '‍গ্যাংস্টার'‍ গার্লের উপর খাপ্পা ছিলেন করণ।

রাগ এতটাই ‌যে বিদেশের মাটিতে আইফা অ্যওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চেও কঙ্গনাকে আক্রমণ করতে ছাড়েননি করণ। মাঝে ঝগড়া, মন্তব্য- পাল্টা মন্তব্য থেমেছিল ঠিকই, তবে '‍আপ কি আদালত'‍ শো-তে কঙ্গনার মন্তব্যের পর ফের শুরু হয়েছে দুপক্ষের মন কষাকষি।

এই শো­-তে করণকে বলিউডের '‍মুভি মাফিয়া'‍ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা। '‍কুইন'‍ অভিনেত্রী বলেন, '‍'‍করণের একটাই সিনেমাতেই  আমি কাজ করেছি, আর সেটা সুপার ফ্লপ ছিল, আর আমি ওর সঙ্গে কাজ করতেও চাই না'‍'‍

আর কঙ্গনার এই মন্তব্যের পরই একটা টুইট করেন বলিউডের পরিচালক প্র‌যোজক করণ জোহর, লেখেন '‍' অকৃতজ্ঞ মানুষদের বাস্তব সম্পর্কে ভেবে দেখা উচিত'‍'‍। তবে এই টুইট তিনি কার উদ্দেশ্য করা তা অবশ্য করণ লেখেননি। তবে বলিউডের একাংশের মত একথা কঙ্গনার উদ্দেশ্যেই বলেছেন করণ।  
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে