রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৩৩:২৫

কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বিয়ে করছেন তামান্না ভাটিয়া

কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বিয়ে করছেন তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। শোনা যাচ্ছিল সাবেক পাক ক্রিকেটার আবদুর রাজ্জাককে  বিয়ে করছেন ‘‍বাহুবলীর অবন্তিকা’। এই খবরেই সরগরম ইন্টারনেট।

তবে শুধু কানাঘুষোই নয়, রয়েছে একটি ছবিও যেখানে একটি জুয়েলারী শপে দুজনে গয়না কিনতে গিয়েছেন একসঙ্গে। তাহলে কি নিজেদের বিয়ের জন্যই এই গয়না কিনতে গিয়েছেন আবদুর রাজ্জাক ও তামান্না? জল্পনা ছিল তুঙ্গে।

কিন্তু জানা গেল আসলে এই খবরের কোনও সত্যতা নেই। আসলে ছবিটি ২০১৩ সালের। দুবাইতে একটি গয়নার দোকানের উদ্বোধনে উপস্থিত ছিলেন এই দুই তারকা। পুরানো এই ছবি থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক।

তবে এই খবর অস্বীকার করে তামান্না জানান, আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই অভিনেত্রীর। বিয়ে করলে অবশ্যই তার ফ্যানদের জানাবেন। তবে তার পরিবার সূত্রে জানা যায়, সিনেমার জগতের কাউকে বিয়ে করবেন না তামান্না। তার প্রেমিক পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাকেই বিয়ে করবেন তিনি।

এসবের বাইরে প্রভু দেবার পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার আবদুর রাজ্জাক। এক স্ত্রী ও তিন সন্তান নিয়ে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই পাকিস্তানি তারকা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে