রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪৮:২৪

হত্যা, নৃশংসতা, বিভৎসতায় হিটলার, মুসোলিনির চেয়েও নিষ্ঠুর সুচি : ওমর সানী

হত্যা, নৃশংসতা, বিভৎসতায় হিটলার, মুসোলিনির চেয়েও নিষ্ঠুর সুচি : ওমর সানী

বিনোদন ডেস্ক : মিয়ানমারে চলমান রোহিঙ্গা হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ জানালেন চিত্রনায়ক ওমর সানী। তার মতে, নিষ্ঠুরতায় হিটলার, লেনিন, মুসোলিনি থেকেও এগিয়ে দেশটির প্রধানমন্ত্রী অং সান সুচি।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এ নায়ক লেখেন, ‘প্রথমেই শুরু করি হিটলারকে দিয়ে। লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে হিটলার কিন্তু লাশের বিভৎসতা এত দেখা যায়নি। তারপর আসেন লেনিন, মুসোলিনি মাঝখানে পৃথিবীতে আরো অনেকের নামই এসেছে। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর বিভৎসতা আমরা ছবিতে দেখেছি এবং বাস্তবেও অনেকে দেখেছেন।

আপনারা আমার সাথে একমত হবেন কি-না, তা আমি জানি না। আমার জানা মতে, সবার আগে হত্যা, নৃশংসতা, বিভৎসতায় সবচেয়ে এগিয়ে আছেন সুচি।’

তিনি আরো লেখেন, ‘বিশ্ব মুসলিম এবং অন্য ধর্মের সবাই এই রোহিঙ্গাদের বাচাঁবার জন্য জেহাদি যুদ্ধ বলেন, বিবেকের যুদ্ধ বলেন, মানবতার যুদ্ধ বলেন সব যুদ্ধ ঘোষণা করতে হবে। আমরা তখনি হাসব, যখন এই জঘন্য হত্যাকাণ্ড বন্ধ হবে। হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই বিভৎস মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করুন।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে